দেশের ফুটবলের সঙ্গে টুকটাক সম্পৃক্ততা থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে একেবারেই নতুন ইমরুল হাসান ও আতাউর রহমান ভূঁইয়া মানিক। অচেনা এই জগতে প্রথমবারের মতো দাঁড়িয়ে বাজিমাত করেছেন এই দুই ফুটবল সংগঠক।
শুধু তাই নয় সর্বোচ্চ ভোট পাওয়া তিনজনের তালিকায় জায়গা করে নিয়েছেন তারা।
কাজী সালাউদ্দিন-মুর্শেদী সম্মিলিত ফুটবল পরিষদের প্যানেলে সহসভাপতি পদে দাঁড়িয়েছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান মানিক।
প্রথমবার দাঁড়িয়েই রেকর্ড ভোট পেয়ে সহসভাপতি পদে জয়ী হয়েছেন এই দুই সংগঠক। ইমরুল হাসানের ঝুলিতে পড়েছে সর্বোচ্চ ৮৯ ভোট আর মানিকের ঝুলিতে ৭৫।
নির্বাচনে দাঁড়িয়ে প্যানেলের প্রচারের শুরু থেকেই সক্রিয় ছিলেন তারা। প্যানেলের নিরুঙ্কুশ জয়েও তাদের ভূমিকা অনস্বীকার্য।
নির্বাচিত দুই নতুন মুখ আগামী চার বছরে ফুটবল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা সংশ্লিষ্টদের।
নিউজবাংলা/জাহা