অনুষ্ঠিত হয়েছে ২০২০-২১ মৌসুমের ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র। ইউরোপ সেরা ৩২ দলের এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের জেনেভায়। ড্রয়ের পর একই গ্রুপে আছে লিওনেল মেসির বার্সেলোনা ও ক্রিস্টিয়ানো রোনালডোর ইউভেন্তাস।
জি গ্রুপে স্পেন ও ইতালির এই দুই জায়ান্টের সাথে আরও আছে ইউক্রেনের ডিনামো কিয়েভ এবং হাঙ্গেরির ফেরেনসভারোস।
বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে এ-গ্রুপে আছে অস্ট্রিয়ার সালসবুর্গ এবং রাশিয়ার লোকোমোটিভ মস্কো।
প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ১৩ শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ আছে গ্রুপ-বি তে। তাদের সঙ্গী ইতালির ইন্টারনাৎসিওনাল, জার্মানির বরুশিয়া মনশেনগ্লাডবাখ এবং ইউক্রেনের শাখতার দোনেৎস্ক।
ডি-গ্রুপে ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টার্ডাম, ইতালির আতালান্তা এবং ডেনমার্কের এফসি মিটয়িলান
সূত্র: ইউয়েফা ডট কম