নিজেদের সেরা ফর্মে এখনও ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে রাতে তারা একমাত্র গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। স্প্যানিশ চ্যাম্পিয়নদের গোলটি এসেছে ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে।
নিজ মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে রিয়াল শুরু করে বেসামাল ভাবে। একাধিক সুযোগ নষ্ট করে তারা প্রথামার্ধে। গোল হাতছাড়া করেন মার্সেলো ও লুকা ইয়োভিচ।
গোলশূন্য অবস্থাতে শেষ হয় প্রথম ৪৫ মিনিট।
দ্বিতীয়ার্ধেও খুব একটা পাল্টায়নি ম্যাচের গতি। ঢিমেতালে খেলতে থাকা রিয়ালের হয়ে আবারও সুযোগ হাতছাড়া করেন কারিম বেনজেমা।
অবশেষে, ম্যাচের একমাত্র গোল আসে ৬৫ মিনিটে। বদলি হিসেবে নামা ভিনিসিয়াস গোল করেন রিয়ালের হয়ে। তার গোলের পর রিয়ালের আক্রমনের ধার বাড়লেও, স্বাগতিক ফরোয়ার্ডরা গোলের দেখা পাননি।
শেষ পর্যন্ত ঐ এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। লা লিগার নতুন মৌসুমে এটি রিয়াল মাদ্রিদের দ্বিতীয় জয়। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে জিনেদিন জিদানের দল।