চেলসিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টটেনহ্যাম। নির্ধারিত সময়ের ম্যাচ ১-১ গোলে ড্র ছিল।
রোববার নিউক্যাসলের সাথে প্রিমিয়ার লিগে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটি থেকে, শুধুমাত্র এরিক ডায়ার ছিলেন স্পার্সের শুরুর একাদশে। পুরো ৯০ মিনিটই তাকে মাঠে রেখেছিলেন স্পার্স বস জোসে মরিনিয়ো।
স্পার্সের মাঠে খুব দ্রুত লিড নেয় চেলসি। ১৯ মিনিটে টিমো ভের্নারের গোলে এগিয়ে যায় ফ্র্যাংক ল্যাম্পার্ডের দল।
লিড তারা ধরে রাখে প্রায় ৭০ মিনিট। ৮৩ মিনিটে এরিক লামেলা ঘরের দলকে ম্যাচে ফেরান। নির্ধারিত ৯০ মিনিট পর, ম্যাচ গড়ায় টাইব্রেকে।
পেনাল্টি শ্যুট আউটে চেলসির গোলবার আগলেছেন দলে নতুন আসা এডুয়ার্ডো মেন্ডি। তিনি বিপক্ষের কোন শটই আটকাতে পারেননি। অন্যদিকে, চেলসির হয়ে শেষ শট মিস করেন মেসন মাউন্ট। ফলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় টটেনহ্যামের।
ম্যাচ শেষে উচ্ছ্বাসের চেয়ে মরিনিয়োর গলার ছিল খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে শংকা।
'খেলোয়াড়রা কার্যত কোন ধরনের বিশ্রামই পাচ্ছেননা। যা খুবই বিপজ্জনক। আজ এরিক ডায়ারকে আমি পুরো ম্যাচ খেলিয়েছি। মাত্র ৪৮ ঘন্টার মধ্যে দুটো ম্যাচ খেলা সত্যিই কঠিন। ডায়ার যা করেছে তা কোন মানুষের পক্ষে সম্ভব না।'
অন্যদিকে, হতাশ চেলসি বস ল্যাম্পার্ড বলেছেন, 'পেনাল্টিতে সবকিছুই হতে পারে। প্রত্যেকেই চায় এই ধরনের প্রতিযোগিতায় টিকে থাকতে। প্রথমার্ধে আমরা আধিপত্য দেখিয়েছি, কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের চেহারা পাল্টে যায়।' সূত্র: বাসস