মৌসুমের দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খেতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। নিজ মাঠে লেস্টার সিটির কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে পেপ গার্দিওলার দল। লেস্টারের হয়ে হ্যাটট্রিক করেছেন জেইমি ভার্ডি। এই প্রথম পেপ গার্দিওলায় অধীনে কোন দল পাঁচ গোল হজম করল।
ইতিহাদ স্টেডিয়ামে শুরুটা অবশ্য ভাল করে সিটি। চার মিনিটেই এগিয়ে যায় তারা। কেভিন ডি ব্রুইনার কর্নার লেস্টারের ডিফেন্ডাররা ঠিকমত ক্লিয়ার করতে না পারলে, বল পেয়ে যান রিয়াদ মাহরেজ। তার গোলেই লিড নেয় সিটি।
৩৭ মিনিটে সমতা ফেরায় লেস্টার। ম্যান সিটি ডিফেন্ডার কাইল ওয়াকার জেইমি ভার্ডিকে নিজেদের বক্সে ফাউল করেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে সেখান থেকে স্কোরলাইন ১-১ বানিয়ে দেন ভার্ডি।
সমতায় থেকেই বিরতিতে যায় যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে পুরোপুরি পালটে যায় ম্যাচের চেহারা। ৫৩ মিনিটে আবারও ভার্ডির গোলে এগিয়ে যায় লেস্টার। চার মিনিট পর আবারও পেনাল্টি এবং আবারও ভার্ডির গোল। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পেপ গার্ডিওলার দলের বিপক্ষে হ্যাটট্রিক করলেন তিনি। সিটির বিপক্ষে তার আরও একটি হ্যাটট্রিক আছে। গার্ডিওলার সিটির বিপক্ষে হ্যাটট্রিক করা আরেকজন হচ্ছেন লিওনেল মেসি।
এরপর আরও দুই গোল পায় লেস্টার। জেমস ম্যাডিসন এবং ইউরি তিয়েলমানস লেস্টারের হয়ে চতুর্থ ও পঞ্চম গোল করেন । ৮৪ মিনিটে নেইথান একে ব্যবধান কমালেও, বড় পরাজয়ের লজ্জা এড়াতে পারেনি সিটি।