বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জয় দিয়ে শুরু বার্সেলোনার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১১:৩৩

জোড়া গোল করেছেন আনসুমানে ফাতি, মেসির পা থেকে এসেছে এক গোল। অন্য গোলটি আত্মঘাতী।

বার্সেলোনার হয়ে প্রথম অফিশিয়াল ম্যাচে জয় পেয়েছেন নতুন কোচ রোনাল্ড কুমান। তার দল কাল রাতে ভিয়ারিয়ালকে হারিয়েছে ৪-০ গোলে। জোড়া গোল করেছেন আনসুমানে ফাতি, মেসির পা থেকে এসেছে এক গোল। অন্য গোলটি আত্মঘাতী।

নিজ মাঠ কাম্প নউয়ে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে বার্সেলোনা। লিড নিতে বেশি দেরি করেনি স্বাগতিক দল।

ম্যাচের ১৫ মিনিটে, জোর্দি আলবার অ্যাসিস্ট থেকে স্কোর করেন ফাতি। এর চার মিনিট পরই দলের ও নিজের দ্বিতীয় গোল করেন এই টিনএজ সেনসেশন।

দ্বিতীয় গোলের মূল ভূমিকা ছিল এই মৌসুমে ক্লাবে ফেরা ফেলিপে কোতিনিয়োর। তার বাড়ানো বলেই গোল করেন ফাতি।

২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও আক্রমনের মাত্রা কমায়নি কুমানের দল। তৃতীয় গোলের পেছনেও ভূমিকা ছিল ফাতির। ৩৪ মিনিটে এই স্প্যানিশ ফরোয়ার্ড নিজেদের বক্সে ফাউল করেন ভিয়ারিয়াল ডিফেন্ডার মারিও গাসপার। রেফারি পেনাল্টি দেন বার্সেলোনার পক্ষে।

স্পট থেকে ব্যবধান ৩-০ করতে কোন ভুল করেননি লিওনেল মেসি। তার গোলেই মোটামুটি নিশ্চিত হয়ে যায় ম্যাচ ভাগ্য।

বিরতির আগে আরও একবার নিজেদের ভুলে গোল হজম করে সফরকারী দল। ভিয়ারিয়ালের বক্সে বুস্কেটসের জন্য মেসির বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়ান পাও তরেস। 

৪-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে ভিয়ারিয়াল। শেষ ৪৫ মিনিট আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি তারা। 

৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। দিনের অন্য ম্যাচে গ্রানাদাকে ৬-১ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। 

এ বিভাগের আরো খবর