বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নানরুটির ঘড়ি

  •    
  • ২৭ জুলাই, ২০২১ ১২:৪৪

রুটি নিয়ে এটাই তার প্রথম কাজ নয়। এর আগে রুটি দিয়ে বাল্ব বানানোর রেকর্ড আছে তার।

জাপানি শিল্পী ইওকিকো মোরিটা সম্প্রতি ব্যতিক্রমী এক ঘড়ি বানিয়েছেন।

মজার ব্যপার হচ্ছে, ঘড়ির ফ্রেমটা তিনি বানিয়েছেন আসল নানরুটি দিয়ে।

ক্ষুধা লাগলে ঘড়ির ফ্রেম থেকে রুটির টুকরো ছিঁড়ে গিলা কলিজা দিয়ে আরাম করে খেতে পারবেন।

রুটি নিয়ে এটাই তার প্রথম কাজ নয়। এর আগে রুটি দিয়ে বাল্ব বানানোর রেকর্ড আছে তার।

নানরুটির ঘড়ি বানানো সম্পর্কে শিল্পী মোরিটা বলেন, ‘‘বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী সালভাদোর দালির ‘দ্য পারসিসটেন্স অব মেমোরি' ছবি থেকে অনুপ্রাণিত হয়ে এমন ঘড়ি বানিয়েছি।''

সালভাদোর দালির বিখ্যাত ছবি ‘দ্য পারসিসটেন্স অব মেমোরি'।

তাহলে নানরুটিই কেন? অন্য কিছুও তো হতে পারত?

এই প্রশ্নের জবাবে মোরিটা বলেন, ‘‘জাপানি ভাষায় ‘এখন কয়টা বাজে?’ জিজ্ঞেস করতে গিয়ে বলতে হয় ‘ইমা নানজি দেসু কা?’। এই বাক্যটিতে নান শব্দ আছে। তাই আমি এখানে নানরুটি ব্যবহার করেছি।''

ঘড়ির নানরুটিতে কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয় বলে এতে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হয় না। ফলে এটা দীর্ঘ সময় ভালো থাকে।

নানরুটির ঘড়িগুলো বিক্রিও করছেন মোরিটা। ৮১ ডলার বা প্রায় ৭ হাজার টাকা দাম চাইছেন তিনি। তবে টাকা দিলেই সঙ্গে সঙ্গে ঘড়ি পাবার কোনো সুযোগ নেই। ঘড়ি পেতে সময় লাগবে দুই সপ্তাহের মতো।

এ বিভাগের আরো খবর