বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘোড়া পরবে জুতা, হালি সোয়া লাখ টাকা

  •    
  • ৩১ অক্টোবর, ২০২২ ১৬:০৫

আমেরিকার এসআরজিএস অ্যাকাডেমি আয়োজিত ওয়ার্কশপ দ্যা শু সার্জনসে শেখা কৌশল ব্যবহার করে ডিজাইনার ফ্লয়েড এই জুতাগুলো তৈরি করেছেন।

ঘোড়ার খুরের নিচে স্টিলের যে পাতটা লাগানো হয়, সেটাকেই গত ১০০ বছর ঘোড়ার জুতা নামে ডাকছে সবাই। সময় এসেছে পরিবর্তনের। আমেরিকার কেন্টাকির বিখ্যাত জুতা ডিজাইনার মার্কাস ফ্লয়েড ‘দ্য হর্স কিক’ নামের জুতার ডিজাইন করেছেন। জুতাগুলো শুধু ঘোড়ার পায়ে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।

আমেরিকার এসআরজিএস অ্যাকাডেমি আয়োজিত ওয়ার্কশপ দ্যা শু সার্জনসে শেখা কৌশল ব্যবহার করে ডিজাইনার ফ্লয়েড এই জুতাগুলো তৈরি করেছেন।

দ্য হর্স কিকস ওয়েবসাইটে গিয়ে সহজেই এই জুতা অর্ডার করা যাবে। বিভিন্ন ডিজাইনের এই জুতাগুলোর দাম শুরু হয়েছে হালি ১ লাখ ২০ হাজার টাকা থেকে (১,২০০ ডলার)। জুতার দামের ১০ শতাংশ দাতব্য কাজে ব্যয় করবেন ডিজাইনার ফ্লয়েড।

এ বিভাগের আরো খবর