বিশ্বের অন্যান্য দেশের তুলনায় জাপানে আত্মহত্যার হার তুলনামূলক বেশি। আর এই প্রবণতা টয়লেট পেপার দিয়ে ঠেকানোর চেষ্টা করছে জাপানের মধ্যাঞ্চলীয় কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জাপানে আত্মহত্যা দীর্ঘদিনের সমস্যা। এই প্রবণতা বাড়ছেই।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে জাপানে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ড ৪৯৯ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন ।
আত্মহত্যার এই প্রবণতা কমাতে জাপানের ইয়ামানশি শহরের কর্মকর্তারা একটি ব্যতিক্রমী উপায় খুঁজে বের করেছেন। তারা টয়লেট পেপারের মধ্যে আশ্বস্তমূলক বার্তা এবং আত্মহত্যা-প্রতিরোধ হটলাইন নম্বরগুলো সেখানে লিখে হতাশায় নিমজ্জিত তরুণদের মধ্যে বিলি করছেন।
জাপানের ইয়ামানশি শহরের কর্মকর্তা কেনিচি মিয়াজাওয়া একটি টয়লেট পেপারের বার্তা এএফপিকে পড়ে শোনান। যুবকদের উদ্দেশে ওই টয়লেট পেপারে লেখা হয়,
‘আপনি টয়লেটে একা। আমরা অনুভব করেছি, এটি এমন মুহুর্তে যখন আপনার মাথায় দুশ্চিন্তা বাড়তে পারে।’
আত্মহত্যার ঠেকানোর এই প্রচারণায় ৬ হাজার রোল টয়লেট পেপারে বিভিন্ন ধরনের আশ্বস্তমূলক বার্তা ও ফোন নম্বর দেয়া হয়েছে। গত মাসে এগুলো জাপানের প্রায় ১২টি বিশ্ববিদ্যালয়ে বিতরণ করা হয়।