যারা ব্যায়াম ছাড়াই মাসলসমৃদ্ধ শরীর চাইছিলেন, তাদের জন্য আছে সুসংবাদ। চায়নিজ প্রতিষ্ঠান সিমিটিজেন এমন বডিস্যুট বানিয়েছে, যেটা পরলে হ্যাংলা টিংটিংয়ে মানুষকেও দেখাবে রেসলারদের মতো মাসলম্যান।
মাসকুলার বডিস্যুটটির রং চায়নিজদের শরীরের রঙের অনুরূপ। পরলে কেউ বুঝতেই পারবে না যে সে নকল বডিস্যুট পরে আছে।
মাসকুলার বডিস্যুটটির পেটে আছে সিক্স প্যাক। এইট প্যাক ভার্সনও পাওয়া যায়। হাতের মাসল দেখতে দারুণ। মাসলের ওপরে রগ ভেসে আছে।
বডিস্যুটটির গলা, পেট এবং হাতের শেষ অংশ এমনভাবে ব্যবহারকারীর শরীরের চামড়ার সঙ্গে মিশে যাবে যে, খুব খেয়াল করে না দেখলে বুঝতেই পারবে না বডিস্যুট পরে আছে।
দুই বছর আগ থেকেই মাসকুলার বডিস্যুটগুলো পাওয়া যাচ্ছিল। তবে সেগুলো ততটা উন্নত মানের ছিল না, যেটা এখন পাওয়া যাচ্ছে। আগের ভার্সনগুলো চায়নিজ অভিনেতারা ব্যবহার করতেন। ক্যামেরায় নকল বডিস্যুটগুলো ধরা পড়ত না। সম্প্রতি বাজারে আসা মাসকুলার বডিস্যুটটির মান এতই ভালো যে সাধারণ মানুষও ব্যবহার করতে পারবেন।
চায়নিজ অনলাইন শপ টাওবাও এবং আলীএক্সপ্রেসে মাসকুলার বডিস্যুটগুলো পাওয়া যাচ্ছে। মান এবং সাইজ অনুযায়ী দাম হেরফের করে। তবে সেটা ১২০ থেকে ৬১০ ডলারের মধ্যে।
নির্মাতাদের প্রতিনিধি বলেন, ‘অনেকে পেশিবহুল শরীর পেতে ইনজেকশনের মাধ্যমে শরীরে তেল অথবা সিলিকন পুশ করেন। এটা শরীরের জন্য ক্ষতিকর। আমাদের মাসকুলার বডিস্যুটগুলো ব্যবহার করলে শরীর সেই ক্ষতির হাত থেকে বাঁচবে।’