অনলাইনে চলছে যৌন শিক্ষার ক্লাস। শিক্ষক পড়াচ্ছেন শিক্ষার্থীদের। কিন্তু এরই মধ্যে হঠাৎ অন্যরা খেয়াল করলেন পর্দায় যৌন সঙ্গমের দৃশ্য।
দৃশ্যটি সেই কোর্সের ছিল না বা শিক্ষকও সেটি দেখাচ্ছিলেন না। আসলে সেই সঙ্গমের দৃশ্য ছিল এক শিক্ষার্থী ও তার প্রেমিকার।
অনলাইন ক্লাসে যোগ দিয়ে কম্পিউটারের ক্যামেরা অন রেখেই এমন কাণ্ড করে বসেছেন ওই শিক্ষার্থী।
ঘটনা ঘটেছে ভিয়েতনামের হো চি মিন শহরে।
ক্লাস চলা অবস্থায় ওই ছাত্র সঙ্গম শুরু করার পরে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষক।
এ সময় ওই শিক্ষক চিৎকার করে বলে ওঠেন, ‘তুমি কী করছ? ক্লাসের সময় প্রেমিকার সঙ্গে সঙ্গম করছ। তাও আবার ক্যামেরার সামনে।’
অধ্যাপকের সেই চিৎকারের পর সাড়া মেলে ছাত্রের। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেন ক্যামেরা।
যদিও সে সময়ের মধ্যেই এই দৃশ্য রেকর্ড করে ফেলেছেন অনেক নেট ব্যবহারকারী। মুহূর্তের মধ্যে সেটি ছড়িয়েও পড়ে।
ভিয়েতনামের সংবাদপত্র লাও ডং জানায়, পরে ওই ছাত্র তার শিক্ষক ও অন্য শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান। ক্ষমা চাওয়ার পর কলেজও ঘটনাটি মেনে নিয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর ওই ছাত্রকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নেয়ার কথাও জানায় কর্তৃপক্ষ।
অবশ্য কলেজ কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের মধ্যে ঘটা সঙ্গমের দৃশ্য শেয়ার না করার অনুরোধ জানিয়েছে।
সেই সঙ্গে অনলাইন ক্লাস ও অন্য যেকোনো কাজের ক্ষেত্রে স্মার্ট ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।