বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৩ লাখ টাকার জন্য ভাঙল ৫ কোটির বাড়ি

  •    
  • ১১ জুন, ২০২১ ১৪:১২

নতুন বাড়িতে নেয়া হয় বিদ্যুৎ সংযোগ, নতুন ছাদ তৈরিও করা হয়। আর নানা কিছু করে একেবারে নতুনের আদল দেয়া হয় বাড়িটিকে।

ইংল্যান্ডের লেস্টারের স্টোনিগেট শহরে নতুন একটি বাড়ি কেনেন জে কুর্জি। ৪০ বছর বয়সী কুর্জি বাড়ি কেনার পর তা বসবাসযোগ্য করতে এক রাজমিস্ত্রির সঙ্গে কথা বলেন।

পরে বাড়িটি মেরামত করে বাসযোগ্য করতে কাজ শুরু করেন মিস্ত্রি। বাড়ির মেরামতে কাজ সম্পন্ন করতে কুর্জির খরচ করতে হয় পাঁচ কোটি টাকার মতো।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাড়িটি মেরামতের কাজ শুরু করেন রাজমিস্ত্রি। বাড়িটির দোতলার সঙ্গে আরও কিছু নতুন করে কাঠামো তৈরি করেন মিস্ত্রি।

নতুন বাড়িতে নেয়া হয় বিদ্যুৎ সংযোগ, নতুন ছাদ তৈরিও করা হয়। আর নানা কিছু করে একেবারে নতুনের আদল দেয়া হয় বাড়িটিকে।

কিন্তু নিজের মন মতো কাজ করিয়ে নিয়ে পারেননি কুর্জি। অথচ সেই মিস্ত্রি কুর্জিকে মোটা অংকের টাকার বিল ধরিয়ে দেন। কুর্জি মিস্ত্রিকে পরিশোধ করেন চার কোটি ৮৮ লাখ টাকার বেশি।

সেই মিস্ত্রি সে টাকা নেয়ার পর কুর্জির কাছে আরও তিন লাখ ৬০ হাজার টাকা দাবি করেন।

কুর্জি সে টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। তবে কোনোভাবেই টাকা দিতে রাজি হননি কুর্জি।

টাকা না পেয়ে প্রতিশোধ নিতে বিভিন্ন উপায় খুঁজতে থাকেন সেই মিস্ত্রি।

এর মধ্যেই সুযোগ পেয়েও যান। কুর্জি পরিবারসহ বেড়াতে যান বাড়ি থেকে ৩০০ কিলোমিটার দূরে। সে সংবাদ জেনে লোকজন নিয়ে কুর্জির বাড়িতে হানা দেন মিস্ত্রি।

ফাঁকা বাড়ি পেয়ে ছাদ, বর্ধিত অংশসহ অনেকটাই ভেঙে দেন মিস্ত্রি।

খবর পেয়ে কুর্জি ছুটে যান পুলিশের কাছে। অভিযোগ করেন মিস্ত্রির বিরুদ্ধে। অভিযোগ পেয়ে পুলিশ জানায়, তারা ঘটনার তদন্ত করবে।

এ বিভাগের আরো খবর