যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ১০ লাখ ডলারের লটারি জেতা টিকিট পাওয়ার পর সেটি তার আসল ক্রেতাকে ফিরিয়ে দিয়েছে ভারতীয় এক পরিবার।
বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাউথউইক শহরে লটারির টিকিট বিক্রির একটি দোকান চালায় ভারতীয় ওই পরিবারটি। এর নিয়মিত ক্রেতা ছিলেন লি রোজ ফিয়েগা। মার্চে ৩০ ডলারে মিলিয়ন ডলার লটারির একটি টিকিট কিনেন তিনি।
ফিয়েগা বলেন, ‘আমি খুব তাড়ার মধ্যে ছিলাম। টিকিটটা কিছুটা ঘষেই মনেই হলো, এটি লটারি জেতেনি। আমি দোকানেই সেটা ছুড়ে ফেলে দিয়ে চলে আসি।’
প্রায় ১০ দিন দোকানের স্তূপের মধ্যে পড়ে ছিল টিকিটটি। দোকানমালিকের ছেলে অভি শাহ আবর্জনার ভেতরে এটি খুঁজে পান।
তিনি বলেন, ‘আমি দেখলাম টিকিটটি ভালোভাবে ঘষা হয়নি। আমি ঘষলাম আর দেখলাম এটি ১০ লাখ ডলার জিতেছে।’
অভি কৌতুক করে বলেন, ‘আমি এক রাতের জন্য মিলিওনার হয়ে গিয়েছিলাম।’
লটারির টাকায় টেসলা কার কেনার কথাও ভেবেছিলেন বলে জানান অভি।
টিকিটটি আসল মালিককে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া ভারতীয় পরিবারটির কাছে সহজ কিছু ছিল না।
দোকানের মালিক মনীশ শাহ বলেন, ‘আমরা দুই রাত ঘুমাতে পারিনি।’
পরে ভারতে অভির দাদা-দাদিকে ফোন দেয় পরিবারটি। তারা মনীশদের লটারির টিকিট আসল মালিককে ফিরিয়ে দিতে বলেন।
ফিয়েগা বলেন, ‘তারা যখন টিকিটের কথা বলল, আমার বিশ্বাসই হচ্ছিল না। আমি তাদের জড়িয়ে ধরে কাঁদছিলাম।’
তবে মনীশদের এমন কাণ্ডে বিস্মিত নন দোকানের অন্য ক্রেতারা।
তারা বলেন, ‘মনীশরা আসলেই ভালো মানুষ। আপনি তাদের সঙ্গে কথা বললেই এটি বুঝতে পারবেন।’
সারা দেশ থেকে আসা অভিনন্দন ও সাক্ষাৎকারের অনুরোধে ভাসছে পরিবারটি।
অভি বলেন, ‘আমি যদি ওই টাকাটা নিজেই নিতাম, তাহলে এত বিখ্যাত হতাম না। টাকা ফিরিয়ে দিতে পেরে আমি আনন্দিত।’