যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছুরি হাতে আসা এক অপহরণকারীর হাত থেকে পালাতে সক্ষম হয়েছে ১১ বছরের এক মেয়ে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বৃহস্পতিবার সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাসক্যাম্বিয়া কাউন্টির পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল ৭টার দিকে পারডিডো এলাকার একটি বাসস্টপে অপেক্ষা করছিল শিশুটি। এ সময় সেখানে হঠাৎ একটি সাদা গাড়ি এসে থামে। ছুরি হাতে এক ব্যক্তি শিশুটিকে জাপটে ধরে গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটিও ওই লোকের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুজনেই মাটিতে পড়ে যায়। এ সময় শিশুটি অপহরণকারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ বিভাগ আরও জানিয়েছে, আক্রান্ত ওই শিশুটি এখন পরিবারের কাছে রয়েছে।
অভিযুক্ত ব্যক্তির খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও প্রকাশ করে পুলিশ। এর পরেই তারা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, অপহরণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি এর আগেও নানা অপরাধে জড়িত ছিলেন।
কেটি রায় নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, মেয়েটি লড়াই করতে পেরেছে। আমি চাই ওই অসুস্থ লোকটির উচিত সাজা হোক। আমরা কখনোই ভাবিনি আমাদের সঙ্গে এমন কিছু হতে পারে।’
তিনি আরও লেখেন, ‘কয়েক সেকেন্ডেই আমাদের জীবন কীভাবে বদলে যেতে পারে। বাচ্চারা বাড়ি ফিরলে আমি তাদের এই ভিডিও দেখাব।’