বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়িটি শকুনের দখলে

  •    
  • ৮ মে, ২০২১ ১৪:২৮

ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস জানিয়েছে, বাড়িটির অবস্থান এমন জায়গায় যেখানে শকুনের বসতি অনেক দিনের। বিপন্ন প্রজাতির বলে শকুনের ক্ষতি করা নিষেধ। বাড়ি থেকে শকুনদের তাড়াতে পানি ছিটানো, চিৎকার করা, তালি বাজানো বা কাকতাড়ুয়া দাঁড় করিয়ে রাখার মতো পদ্ধতির আশ্রয় নেয়ার অনুমতি দেয়া হয়েছে বাসিন্দাদের। কিন্তু কাজ হয়নি কিছুতেই।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়ির বাসিন্দাদের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করেছে একদল শকুন। রীতিমতো দলবল নিয়ে বাড়িতে থাকতে শুরু করেছে বিপন্ন প্রজাতির পাখিগুলো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, টেহাচাপি শহরের বাড়িটি সিন্ড মিকোলস নামে এক নারীর। তার মেয়ে সিয়েনা কুইনটেরো টুইটারে লিখেছেন, তাদের বাড়িতে বাসা বেঁধেছে কমপক্ষে ১৫টি শকুন।

তিনি জানান, বাড়ির অনেক আসবাব নষ্ট করছে পাখিগুলো। ছড়িয়ে-ছিটিয়ে ফেলছে জিনিসপত্র। তারপরও বাড়ি ছাড়ার কোনো ইচ্ছে দেখা যাচ্ছে না শকুনগুলোর মধ্যে।

যুক্তরাষ্ট্রে শকুনের সংখ্যা পাঁচ শর কম। এ পাখিগুলোর প্রায় ১৬০টির বাস ক্যালিফোর্নিয়ায়।

টুইটারে বেশ কিছু ছবি প্রকাশ করে সিয়েনা জানান, তিনি বা তার মায়ের শকুনের উপস্থিতি নিয়ে কোনো সমস্যা ছিল না। কিন্তু ইচ্ছেমতো বাড়ির এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছে সেগুলো; ভয় দেখাচ্ছে সবাইকে।

সিয়েনা বলেন, ‘পাখিগুলো দেখতে এমনই ভয়ংকর। পাখিগুলোর যে আকার, সে তুলনায় আমার মা রীতিমতো ক্ষুদ্র।

‘১০ ফুটের মতো উঁচু শকুনগুলোকে ধাওয়া দিয়ে তাড়াতে পারছেন না তিনি। শকুনের ভয়ে ছাদে যাওয়া যাচ্ছে না। যেখানে-সেখানে মল ত্যাগ করছে।’

ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস জানিয়েছে, বাড়িটির অবস্থান এমন জায়গায় যেখানে শকুনের বসতি অনেক দিনের।

বিপন্ন প্রজাতির বলে শকুনের ক্ষতি করা নিষেধ। বাড়ি থেকে শকুনদের তাড়াতে পানি ছিটানো, চিৎকার করা, তালি বাজানো বা কাকতাড়ুয়া দাঁড় করিয়ে রাখার মতো পদ্ধতির আশ্রয় নেয়ার অনুমতি দেয়া হয়েছে বাসিন্দাদের।

সিয়েনা জানান, এসব পদ্ধতি প্রয়োগ করেও কোনো লাভ হচ্ছে না। কিছু সময় পর আবারও ফিরে আসছে পাখিগুলো।

বিশ্বের অন্যতম বৃহৎ শিকারি পাখি শকুন। যুক্তরাষ্ট্রের আইনে ১৯৬৭ সালে বিলুপ্তপ্রায় প্রাণী হিসেবে তালিকাভুক্ত হয় এটি।

এ বিভাগের আরো খবর