বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা ঠেকাতে নারীরা লাঠি হাতে পাহারায়

  •    
  • ২৯ এপ্রিল, ২০২১ ১৮:১৫

জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দারা কেউ গ্রামের বের হন না। গ্রামে প্রবেশের সব সড়কে দিয়েছেন বাঁশের বেড়া। আর পালা করে লাঠি হাতে ২৪ ঘণ্টা পাহারায় বসেন নারীরা। নিত্যপ্রয়োজনীয় পণ্য আনতে গ্রাম থেকে নিয়োগ করা হয়েছে দুই যুবককে। তারা সেসব পণ্য গ্রামের বাইরে থেকে কিনে ঘরে ঘরে পৌঁছে দেন।

ভারতের যে কয়েকটি রাজ্য করোনাভাইরাসে পর্যুদস্ত, তার মধ্যে একটি মধ্যপ্রদেশ। তবে সেই প্রদেশেরই এক ছোট্ট গ্রামে ঢুকতে পারেনি করোনা।

গ্রামে প্রবেশের সব সড়কে লাঠি হাতে পালা করে পাহারা বসিয়েছেন নারীরা। এই কঠিন পাহারাতেই গ্রামে প্রবেশ করতে পারেনি করোনা।

গ্রামটির নাম চিখালী। এটি মধ্যপ্রদেশের বেতুল জেলার একটি গ্রাম।

ছোট চিখালী গ্রামের জনসংখ্যা ২০২১ সালের হিসাবে সাড়ে তিন হাজার। ৭২৭টি পরিবার বাস করে গ্রামটিতে। নারী পুরুষের অনুপাতে গ্রামটিতে নারীদের সংখ্যা কিছু বেশি।

মূলত সেই নারীদের তৎপরতায় করোনা গ্রামটিকে এখনও আক্রান্ত করতে পারেনি।

আনন্দবাজারের এক খবরে বলা হয়েছে, আশপাশের গ্রামে করোনা সংক্রমণ শুরু হলে অবৈধ দেশি মদের জন্য ‘কুখ্যাত’ চিখালীর বাসিন্দারা সিদ্ধান্ত নেয় ওই গ্রামে কাউকে প্রবেশ করতে দেবেন না।

একেবারে জরুরি প্রয়োজন ছাড়া গ্রামের কেউ বেরও হবেন না। আর এ জন্য গ্রামে প্রবেশের সব সড়কে দিয়েছেন বাঁশের বেড়া। আর পালা করে লাঠি হাতে ২৪ ঘণ্টা পাহারায় বসেন নারীরা।

নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ অন্য প্রয়োজন মেটাতে গ্রাম থেকে নিয়োগ করা হয়েছে দুই যুবককে। তারা সেসব পণ্য গ্রামের বাইরে থেকে কিনে ঘরে ঘরে পৌঁছে দেন।

এমন কঠোর ব্যবস্থার মধ্যে অবশ্য গ্রামের লোকজনের নমুনা পরীক্ষার জন্য বেশ কয়েকবার স্বাস্থ্যকর্মীরা সেখানে গিয়ে নমুনা এনেছেন। তবে এখন পর্যন্ত কেউ শনাক্ত হয়নি।

যে গ্রামের কুখ্যাতি ছিল অবৈধ দেশি মদ তৈরির জন্য, এবার সেখানে করোনা সংক্রমণ মোকাবিলায় আদর্শ গ্রাম হিসেবেই ভারতে পরিচিতি পেয়েছে চিখালী।

এ বিভাগের আরো খবর