প্যাকেটজাত খাদ্যপণ্যে বিভিন্ন সময়ে কীটপতঙ্গ পাওয়ার অভিযোগ পুরোনা, কিন্তু তাই বলে একেবারে জ্যান্ত সাপ!
অবিশ্বাস্য এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানকার বিখ্যাত অলডি গ্রোসারি স্টোর থেকে প্যাকেটজাত লেটুসপাতা কিনে বাসায় ফেরেন লেসলি কুন নামের এক নারী।
লেসলির ছেলে অ্যালেক্সান্ডার হোয়াইট সেই প্যাকেট নেড়েচেড়ে দেখতেই চমকে ওঠে। ভেতরে ঘুরে বেড়াচ্ছে ফ্যাকাশে মাথার এক বাচ্চা সাপ!
লেটুসপাতার প্যাকেটের ভেতরে সাপের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন লেসলি। এরপরই তা বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যায়। এটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ বলে জানিয়েছে কয়েকটি সংবাদমাধ্যম।
এ ব্যাপারে বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে অলডি কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, ‘সাপটির প্রাকৃতিক আবাস চিহ্নিত করতে আমাদের দল ওই ক্রেতার সঙ্গে যৌথভাবে কাজ করছে। কীভাবে এ ঘটনাটি ঘটতে পারে, তা খতিয়ে দেখতে আমাদের পণ্য সরবরাহকারীদের সঙ্গেও কাজ করছি।’
এ ঘটনার পর সবজিজাতীয় খাদ্যপণ্যের প্যাকেট খোলার আগে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন লিসলি।