কয়েক মিনিটেই পেয়ে যাচ্ছেন নগদ ১০ হাজার ডলার। শর্ত একটাই। ছোট-বড় নানা রঙের হরেক রকম সাপের সঙ্গে একই বাথট্যাবে শুয়ে থাকতে হবে।
জনপ্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার বিস্টের নতুন ভিডিওতে এই উদ্ভট চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়েছে।
মিস্টার বিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন, শুধু সাপকে আগলে শুয়ে থাকাসহ আরও বেশ কিছু চ্যালেঞ্জ জানিয়েছেন বন্ধু ও সহকর্মীদের। যেমন, ৩০ সেকেন্ডের জন্য বিষাক্ত টারান্টুলাকে শরীর বেয়ে উঠতে দেয়া, বড় বড় তেলাপোকা ভর্তি একটি কাঁচের বাক্স থেকে টাকা তুলে নেয়ার মতো চ্যলেঞ্জ।
প্রতিটি চ্যালেঞ্জ পূরণের জন্য পুরস্কার হিসেবে রয়েছে লোভনীয় অঙ্কের অর্থ।
গত রোববার ভিডিওটি প্রকাশ করেন ২২ বছর বয়সী ইউটিউবার ডোনাল্ডসন। যারা চ্যালেঞ্জ জিতেছেন, তাদের প্রতিশ্রুতি অনুযায়ী অর্থও দিয়েছেন তিনি।
‘১০ হাজার ডলারে সাপের সঙ্গে বসবেন?’ শিরোনামে ভিডিওটি তিন দিনে দেখেছেন প্রায় তিন কোটি মানুষ। কমেন্ট করেছেন এক লাখের বেশি দর্শক।
উদ্ভট কর্মকাণ্ডের জন্য মিস্টার বিস্ট নামের ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ছয় কোটি।
২০১৭ সালে ‘এক লাখ পর্যন্ত গুণলাম’ শীর্ষক একটি ভিডিও ভাইরাল হলে জনপ্রিয়তা আকাশ ছোঁয় মিস্টার বিস্টের।