কলকাতায় সিংহের ডেরায় ঢুকে আহত হওয়ার পর এক ব্যক্তিকে উদ্ধার করেছে বনকর্মীরা।
শুক্রবার সকালে কলকাতা চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম গৌতম গুছাইত। তিনি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা। বনকর্মীরা সন্দেহ করছেন ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।
শুক্রবার সকালের দিকে আলিপুর চিড়িয়াখানায় সাধুবেশী এক ব্যক্তিকে ঢুকতে দেখেন চিডি়য়াখানার কর্মীরা। কেউ কিছু বোঝার আগেই তিনি ঢুকে পড়েন সিংহের ডেরায়। অবাঞ্ছিত অতিথিকে দেখেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে সিংহটি। লোকটি বিপদে পড়তেই বিষয়টি নজরে আসে চিড়িয়াখানার নিরাপত্তারক্ষীদের।
উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসা চলছে তার। চিকিৎসকরা জানিয়েছেন, জখম গুরুতর হলেও মৃত্যুর আশঙ্কা নেই। প্রাণে বেঁচে গেছেন তিনি।
এর আগে কলকাতা চিড়িয়াখানাতেই বাঘের ডেরায় ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। শিবা নামের বাঘটিকে মালা পড়াতে গিয়ে বেঘোরে প্রাণ যায় তার।
অসমের গুয়াহাটি চিড়িয়াখানায় বেশ কয়েক বছর আগে বাঘের ডেরায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন এক তরুণ।এরপরই সেখানে বাঘের ডেরা আরও নিশ্ছিদ্র করা হয়।