ট্রেনটি যাত্রা শুরু করেছিল দিল্লি থেকে। গন্তব্য উত্তরাখন্ডের টনকপুর। পথে যান্ত্রিক ত্রুটি। শুরু হয় উলটো যাত্রা।
এভাবে যেতে যেতে ৩৫ কিলোমিটার। অবশেষে দিল্লি থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দূরে উত্তরাখন্ডের খাটিমায় থামে ট্রেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, যাত্রাপথে রেললাইনে থাকা এক প্রাণীর সঙ্গে সংঘর্ষ এড়াতে ব্রেক করতে হয়েছিল পূর্ণগিরি জনশতাব্দী এক্সপ্রেস নামের ট্রেনের চালককে। এর পরপরই চালক ট্রেনটির নিয়ন্ত্রণ হারান। উলটো পথে চলতে থাকে বাহনটি।
ফুটেজে দেখা যায়, ট্রেনটি উল্লেখযোগ্য গতিতে স্টেশনের পর স্টেশন পার হচ্ছে। এমন গতি অস্বাভাবিক না হলেও উলটা পথে যাত্রায় চোখ আটকে যায় অনেকের।
বড় বাঁচা বেঁচেছেন যাত্রীরা। কোনো দুর্ঘটনা ছাড়াই নামতে পেরেছেন ট্রেন থেকে। খাটিমা থেকে তাদের বাসে করে পাঠানো হয়েছে গন্তব্য টনকপুরে।
কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। খাটিমায় গেছে উত্তরাখন্ডের লাগোয়া রাজ্য উত্তর প্রদেশের পিলভিতের একটি কারিগরি দল।