উচ্চতা মাত্র দুই ফুট। খাটো বলে বিয়ে হচ্ছে না। তাই পাত্রী পেতে পুলিশের কাছে ধরনা দিয়েছেন তিনি।
অদ্ভুত এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। রাজ্যের শামলি জেলার বাসিন্দা আজিম ২৬ বছরের এক প্রাপ্তবয়স্ক যুবক। কেবল উচ্চতা কম বলে বিয়ের জন্য মেয়ে পাচ্ছেন না তিনি।
অবশ্য এটুকুই নয়, অভিযোগ আরও আছে। নিজের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও তার নালিশ, ঘরের ছেলেকে বিয়ে দেয়ার কোনো চেষ্টাই নেই তাদের।
এনডিটিভি জানিয়েছে, বিস্তর অভিযোগ নিয়ে একটি নারী পুলিশকেন্দ্রে গত মঙ্গলবার হাজির হন আজিম। দাবি জানান, বিয়ের জন্য পাত্রী খোঁজার কাজ করে দিতে হবে পুলিশকেই।
অবশ্য পুরো চেষ্টাই ভেস্তে গেছে তার। নালিশ কানেই নেয়নি পুলিশ।
স্টেশন হাউস অফিসার নিরাজ চৌধুরীর জবাব, জনতার সুরক্ষার দায়িত্ব তাদের। এর মধ্যে কোনোভাবেই ঘটকালি বা বিয়ের ব্যবস্থা করে দেয়া কাজের আওতায় পড়ে না। তাই আজিমের নিরীহ চাহিদা পূরণে অক্ষম তারা।
তিনি বলেন, ‘দম্পতির মধ্যে ঝগড়া-বিবাদ হলে পুলিশ হিসেবে বড়জোর তা মেটাতে সাহায্য করতে পারি আমরা। কিন্তু কোনো ব্যক্তির বিয়ের জন্য পাত্রী খুঁজে দেয়া আমাদের কাজের অন্তর্ভুক্ত নয়।’
এ বিষয়ে আজিমের পরিবারের সদস্যরা জানান, ছেলেকে বিয়ে দিতে চান তারাও। কিন্তু কেউ তাকে বিয়ে করতে রাজি হয়নি।
আজিমের ভাই মোহাম্মদ নাইম বলেন, ‘আজিম শারীরিকভাবে দুর্বল। ওর হাতেও সমস্যা আছে। আমরাও চাই সে বিয়ে করুক, তার যত্ন নিক কেউ। কিন্তু সব জেনে কেউ তাকে বিয়ে করতে রাজি হয়নি।’
অবশ্য এসব কাণ্ডের পর বেশ কয়েকটি বিয়ের প্রস্তাব এসেছে আজিমের জন্য। মেয়ে দেখতে মোরাদাবাদ জেলায় যাওয়ার আয়োজন চলছে বলেও জানিয়েছেন তার ভাই।