বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘরের মধ্যে শিকারি মাকড়সা

  •    
  • ২৮ জানুয়ারি, ২০২১ ১১:৪৭

অস্ট্রেলিয়ায় এক নারী তার বাড়িতে এমন কয়েক ডজন মাকড়সা খুঁজে পেয়েছেন। যা তার মেয়ের ঘরের ছাদে ও দেয়ালে লেগেছিল।

একেকটা বিশাল আকৃতির মাকড়সা। কয়েক ডজন তো হবেই। ঘরের ছাদ ও দেয়ালে দলে দলে বসে আছে। ভিডিওতে মনে হতে পারে সিনেমার হরর দৃশ্য। বাস্তবেই তা দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার একটি বাড়িতে।

‘হান্টসম্যান’ জাতীয় কয়েক ডজন মাকড়সা বাসা বেঁধেছে এক নারীর বাড়িতে, তার মেয়ের রুমের ছাদে ও দেয়ালে মাকড়সাগুলো লেগেছিল।

ভয়ংকর শিকারি স্বভাবের এসব মাকড়সার ছবি বুধবার টুইটারে শেয়ার করেছিল ‘প্রিনপেটা’ নামে একটি আইডি থেকে। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘গাআআহহহহ, সিডনিতে আমার এক বন্ধু সবেমাত্র তার মেয়ের ঘরে ঢুকেছে আর এটা পেয়েছে।’

সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ছবি। তবে ছবিগুলোকে ফটোশপ করা হয়েছে বলে অনেকের মন্তব্য।

অন্য এক জন লিখেছেন, ‘শিকারিরা কি এত বড় আর সংখ্যায় এতগুলো? আমি একটি ইঁদুরের গন্ধ পাই। একটি বড়, ফটোশপ ইঁদুর।’

এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে টুইটারের সেই আইডি থেকে বৃহস্পতিবার একটি ভিডিও শেয়ার করা হয়।

সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘যারা বলছিলেন এটা ফটোশপ, তাদের জন্য এই আসল ভিডিও।’

সেই ভিডিওতে আবার অনেকে মন্তব্য করেছেন, ‘তারা বাড়িট প্রহরায় থাকতে পারে।’ অপর একজন লিখেছেন, ‘এমন কেবল দুঃস্বপ্নেই দেখা যায়।’

এ বিভাগের আরো খবর