বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৬০ কেজি চিনি ২৭০ ডিমে ম্যারাডোনার কেক

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২০ ১১:৫৭

বেকারির বাইরে একটি টেবিলের ওপর ডিসপ্লেতে ম্যারাডোনার কেকটি রাখা হয়েছে। কেকটি বানাতে সময় লেগেছে চার দিন।

কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানাতে ছয় ফুট লম্বা কেক বানিয়েছে ভারতের একটি বেকারি।

তামিলনাড়ু রাজ্যের রামানাথাপুরাম শহরের ওই বেকারি শনিবার ম্যারাডোনার কেক মূর্তি বানায় বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, বেকারির বাইরে একটি টেবিলের ওপর ডিসপ্লেতে ম্যারাডোনার কেকটি রাখা হয়েছে। ৬০ কেজি চিনি ও ২৭০টি ডিমের ওই কেক বানাতে চার দিন সময় লাগে।

বেকারির কর্মচারী সতীশরঙ্গনাথন বলেন, ‘প্রতি বছর বড়দিন ও নববর্ষ উপলক্ষে তারকাদের মূর্তির কেক বানিয়ে দোকানের সামনে রাখা হয়। এর আগে ইলায়ারাজা, আবদুল কালাম, ভরথিয়ারের কেকমূর্তি বানানো হয়েছে।

‘গত মাসে কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যু হয়। তাকে শ্রদ্ধা জানাতে আমরা এ মূর্তি বানিয়েছি। পাশাপাশি মোবাইল ফোন ও কম্পিউটারে সময় ব্যয় না করে মাঠে খেলাধুলা করতে তরুণদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘ক্রিকেটে টেন্ডুলকার, দৌঁড়ে উসাইন বোল্ট, বক্সিংয়ে মাইক টাইসনের মতোই ম্যারাডোনাকে স্মরণ করা হবে।’

২৫ নভেম্বর আর্জেন্টিনার বুয়েনোস আইরেস শহরের এক হাসপাতালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ‘ফুটবল ঈশ্বর’ হিসেবে পরিচিত ৬০ বছর বয়সী ম্যারাডোনার।

এ বিভাগের আরো খবর