দোকানে কেনাকাটার পর বিল মেটানোর সময় দেখা গেল মাত্র এক ডলারের জন্য ক্রেডিট কার্ডে সর্বনিম্ন দাম মেটানোর কোটা পূরণের সুযোগ হাতছাড়া হচ্ছে। আর তাই কোটা পূরণের জন্য পাঁচ ডলারে লটারির একটি টিকিট কেনেন এক অস্ট্রেলিয়ান নারী।
সেই পাঁচ ডলারের লটারির টিকিটে তিনি জিতেছেন ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৪২ হাজার টাকা।
ওই নারীর নাম প্রকাশ করা না হলেও পেশায় তিনি প্রাণী চিকিৎসক বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম।
কুইন্সল্যান্ডের ওই নারী গ্যাটন নিউজ, গিফটস অ্যান্ড স্টেশনারি স্টোরে গিয়েছিলেন দৈনন্দিন কেনাকাটার জন্য।
লটারির আয়োজক দ্য লট কর্তৃপক্ষ গত ১৮ ডিসেম্বর বিজয়ী হিসেবে তার নাম প্রকাশ করে।
আকস্মিকভাবে লটারি কেনার ঘটনা বর্ণনা করে ওই নারী বলেন, ‘প্রয়োজনীয় কিছু কেনাকাটার জন্য দোকানে গিয়েছিলাম, সেগুলো কেনার পর দেখা গেল কার্ডে সর্বনিম্ন বিল দিতে আমাকে আরো পাঁচ ডলারের পণ্য কিনতে হবে। কী কিনব যখন ভাবছি- ঠিক তখনই রোলার কোস্টারে চড়া ভেড়ার ছবিযুক্ত লটারির টিকিটটি চোখে পড়ে।
‘ভাবলাম নিজে একজন প্রাণী চিকিৎসক বলে আমার প্রাণীর ছবিযুক্ত লটারির টিকিটিই কেনা উচিত।‘
আর সেই টিকিটই খুলে দিয়েছে সৌভাগ্যের দরজা। ক্রিসমাসের ঠিক আগে এমন বিশাল প্রাপ্তিতে আনন্দে ভাসছেন ওই নারী। ঠিক করেছেন, এই অর্থের কিছু অংশ ব্যয় করবেন বড়দিন উদযাপনে, বাকিটা জমা হবে নিজের ব্যাংক অ্যাকাউন্টে।