বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিমান থেকে পড়েও অক্ষত আইফোন

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২০ ১২:০৪

একপর্যায়ে তীব্র বাতাসে প্রায় ৯৮৪ ফুট উঁচু থেকে ছিটকে পড়ে যায় আইফোনটি। এ সময় তিনি ভিডিও ধারণ করছিলেন। আর আইফোন পড়ে যাওয়ার দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন তার এক সহকর্মী ।

উড়ন্ত বিমান থেকে পছন্দের মোবাইল ফোন পড়ে যাচ্ছে, এমন দৃশ্য কল্পনা করতে গেলে গা শিউরে উঠবে যে কারও। তবে মাটিতে পড়েও যদি সেই ফোন অক্ষত থাকে,তবে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন মোবাইলের মালিক।

এমনই একটি ঘটনা ঘটেছে ব্রাজিলিয়ান ডকুমেন্টারি নির্মাতা এরনেস্তো গালিওত্তোর জীবনে।

রিও ডি জেনিরোর কাবো ফ্রিও উপকূল থেকে শুক্রবার ছোট্ট একটি বিমানে চেপে চারপাশের ছবি তুলছিলেন ও ভিডিও ধারণ করছিলেন এরনেস্তো। এ কাজে তিনি ব্যবহার করছিলেন আইফোন সিক্স এস।

একপর্যায়ে তীব্র বাতাসে প্রায় ৯৮৪ ফুট উঁচু থেকে ছিটকে পড়ে যায় আইফোনটি। এ সময় তিনি ভিডিও ধারণ করছিলেন। আর আইফোন পড়ে যাওয়ার দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন তার এক সহকর্মী ।

ফোনটি আর অক্ষত অবস্থায় আর পাওয়া যাবে না এমনটিই ভেবেছিলেন এরনেস্তো। তবে তার ভাগ্য অসম্ভব ভালো।

বিমান থেকে নেমে জিপিএসের সহায়তায় আইফোনের সন্ধানে নামেন এরনেস্তো ও তার দল। উপকূলের কাছে অক্ষত অবস্থায় মেলে ফোনটি।

শুধু তাই নয়, ফোনে থাকা সব ছবি ও ভিডিও পাওয়া গেছে অক্ষত। কেবল মোবাইলের কাভার ও গ্লাস প্রটেক্টরে সামান্য আঁচড় পড়েছে।

৯৮৪ ফুট উচ্চতা থেকে পড়ার সময় আইফোনের ভিডিও অপশন চালু ছিল। উদ্ধারের পর ফোনে ১৫ সেকেন্ডের সেই ভিডিও পাওয়া গেছে।

উচ্ছ্বসিত এরনেস্তো গালিওত্তো বলেন, ‘দেড় ঘণ্টার বেশি ভিডিও ধারণ করেছিলাম। উদ্ধারের পর আইফোনে ১৬ শতাংশ চার্জও ছিল। হয়তো সূর্যের আলোয় ফোনটি চার্জ হয়েছে।’

এ বিভাগের আরো খবর