এমনকি বাড়ির ভেতরেও সিগারেট ধরানো চলবে না। তবে গাঁজা সেবন করা যাবে। এমন আইন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শহর সান ফ্রান্সিসকো। মঙ্গলবার শহরটির পরিচালনা পরিষদে ১০-১ ভোটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।
আইনটিতে বলা হয়েছে, তিনটির বেশি অ্যাপার্টমেন্ট আছে এমন ভবনের ভেতরে ধূমপান করা চলবে না। তবে চাইলে নিজের ঘরে বসে গাঁজা সেবন করা যাবে।
গাঁজাকে নিষেধাজ্ঞার বাইরে রেখে আইন পাসকারীদের একজন রাফায়েল ম্যান্ডেলম্যান বলেন, ‘ধূমপায়ীরা চাইলেই ঘর থেকে বের হয়ে অন্য কোথাও গিয়ে সিগারেট ধরাতে পারেন। কিন্তু আইনি বাধা থাকায় গাঁজা সেবনকারীরা এই সুযোগ পান না। তাদের কথা চিন্তা করেই এমন আইন করা হয়েছে।’
পরোক্ষ ধূমপান থেকে শহরটির বাসিন্দাদের রক্ষায় এমন আইনকে স্বাগত জানিয়েছে তামাকবিরোধী আন্দোলনকারীরা।
সান ফ্রান্সিসকো শহর পরিষদের প্রধান নরমান ই বলেন, ‘পরোক্ষ ধূমপান ক্ষতিকর। প্রত্যকেরই নির্মল বাতাসে শ্বাস নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে।’
ক্যালিফোর্নিয়ার ৬৩তম শহর হিসেবে এমন আইন করল সান ফ্রান্সিসকো। যদিও শহরের বেশিরভাগ জায়গায় জনসমাগম এলাকাগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর মতে দেশটিতে ধূমপানের কারণে প্রতি বছর প্রায় চার লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু ঘটে। পরোক্ষ ধূমপানের কারণে মারা যান প্রায় ৪১ হাজার মানুষ।