বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাকো খাদক জিড

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ অক্টোবর, ২০২০ ১২:৩৮

একটি-দুটি নয় একে একে ৪১টি টাকো খেয়েছেন মার্ক জিড।

মেক্সিকান খাবার টাকো জনপ্রিয় বিশ্বজুড়ে। মচমচে ভাজা টরটিয়ার (ভুট্টার রুটি) ভেতর মাংসের কিমা, সবজি এবং মেক্সিকান সস দিয়ে তৈরি মুখরোচক এই খাবার জায়গা করে নিয়েছে নগরবাসীর প্রিয় ফাস্ট ফুডের তালিকায়। যুক্তরাষ্ট্রের মিশিগানের তরুণ মার্ক জিডের যেন একটু বেশিই পছন্দ এই টাকো! নিজের রাজ্যে রেকর্ড গড়ে ফেলেছেন ফাস্টফুড খেয়ে।

মিশিগানের স্পারটা শহরের ট্রিনি রেস্তোঁরার নাম ডাক রয়েছে মজাদার টাকোর জন্য। ট্রিনি প্রতিবছর আয়োজন করে বিশেষ 'টাকো চ্যালেঞ্জ'। সেই চ্যালেঞ্জে একটি-দুটি নয় একে একে ৪১টি টাকো খেয়েছেন মার্ক। আগের রেকর্ডটি গড়েছিলেন স্পারটারই আরেক টাকো ভক্ত জো অ্যাপোলো। জো খেয়েছিলেন ৪০টি।

রেকর্ড ভেঙ্গে দারুণ খুশি মার্ক। তার ইচ্ছা নিজের টাকো খাওয়ার রেকর্ড ভাঙা। তিনি বলেন, 'চ্যালেঞ্জটা আসলেই অসাধারণ ছিল। এখানের টাকো খুবই মজা এক কথায় অপূর্ব। রেকর্ডটা ভাঙতে পেরে খুব ভাল লাগছে।'

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে অবশ্য আরও অনুশীলন করতে হবে জিডকে। খাদক হিসেবে বিশ্বখ্যাত জোয়ি চেস্টনাটের দখলে আছে বর্তমান টাকো খাওয়ার বিশ্বরেকর্ড। আট মিনিটে ১২৬টি টাকো খেয়েছিলেন জোয়ি!

এ বিভাগের আরো খবর