বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাঁচ ‘মাতাল’ রাজকুমারের সেই ছবি নিলামে

  •    
  • ৮ অক্টোবর, ২০২০ ২৩:৩৯

চিত্রাঙ্কনটির নাম ‘ফাইভ ড্রাঙ্কেন প্রিন্সেস রিটার্নিং অন হর্সব্যাক’

স্ক্রোল বা লম্বা কাপড়ে আঁকা একটি ছবি চীনের হংকংয়ে নিলামে বিক্রি হলো ৪ কোটি ১৮ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৩৫৪ কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৯৭৫ টাকা)।   

যুক্তরাজ্যের নামকরা নিলাম প্রতিষ্ঠান সথবিজের নিলামে ইউয়ান রাজবংশের এ ছবিটি বিক্রি হয়।

৬ দশমিক ৬ ফুট দীর্ঘ চিত্রাঙ্কনটির নাম ‘ফাইভ ড্রাঙ্কেন প্রিন্সেস রিটার্নিং অন হর্সব্যাক’। ছবিটি এঁকেছেন চীনের বিখ্যাত শিল্পী রেন রেনফা।   

ছবিটিতে পাঁচ রাজকুমারের বর্ণনা দেয়া হয় যারা ঘোড়ায় চড়ে ঘরে ফিরছে। এ পাঁচ রাজকুমারের মধ্যে একজন ছিলেন লি লংঝি, যিনি পরবর্তী সময়ের টাং রাজবংশের সম্রাট হয়ে জুয়ানঝং নাম পান।    

প্রাথমিক অবস্থায় নিলামে ছবিটির দাম ধরা হয় এক থেকে দেড় কোটি ডলার।

সথবিজের এর চীনা শিল্প সম্পর্কিত বিশেষজ্ঞ স্যালি ফং বলেন, 'ছবিটি এমন পাঁচজন রাজকুমারের ছবি আঁকা, যারা কোনো এক বিশেষ কারণে খুব খুশি ছিলেন ও মদ্যপান করে ঘরে ফিরছিলেন।

‘তাদের মধ্যে একজন ছিলেন ভবিষ্যৎ রাজকুমার, যাকে সবার চেয়ে দায়িত্বশীল বলে মনে হয়।'   

সুত্র: এপি

এ বিভাগের আরো খবর