বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারী উন্নয়নে প্রয়োজন মূল্যবোধের পরিবর্তন

  • সম্পাদকীয়   
  • ২ অক্টোবর, ২০২৫ ২৩:০২

যে সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী, নারী উন্নয়ন ব্যতিত সে সমাজ জাতির অগ্রগতি, স্থায়ীত্বশীল সার্বিক উন্নয়ন কখনও সম্ভব নয়। সুতরাং নারী প্রয়োজন হচ্ছে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা, প্রতিবন্ধকতা, নিরাপত্তাহীনতা, বৈষম্য দূর করা, নারীর অর্থনৈতিক সামাজিক নিরাপত্তা প্রদানসহ নারীর অধিকার প্রতিষ্ঠা করা। এই নারী উন্নয়নের লক্ষ্যে নারী আন্দোলন সংগ্রাম নারী অধিকার ও ক্ষমতায়ন শুধুমাত্র নারীদের সচেতনতা এবং আন্দোলনের বিষয় নয়। ইহা জাতি সমাজ পরিবার তথা ব্যক্তি পর্যায়ে সমাজের সকল স্তরের মানুষের সচেতনতা ও চিন্তা চেতনার একটি গুরুত্বপূর্ণ বিষয়।

২. বর্তমান সমাজে সংখ্যাগত দিক থেকে নারী শিক্ষা বৃদ্ধি পেয়েছে। কিন্তু গুণগত দিক থেকে নারীর প্রকৃত উন্নয়ন বৃদ্ধি পায়নি। প্রকৃতপক্ষে নারী উন্নয়ন হচ্ছে -নারী শিক্ষার পাশাপাশি নারীর অর্থনৈতিক সামাজিক নিরাপত্তা নিশ্চিতসহ নারী সম-অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়ন নিশ্চিত করা । নারীর প্রতি সকল প্রকার শোষণ বৈষম্য প্রতিবন্ধকতা রোধ করে সমাজ ও জাতি গঠনে নারীর অগ্রণী ভূমিকা পালনে সমাজের সর্বস্তরের মানুষের চিন্তা-চেতনা মানসিকতার আমূল পরিবর্তন আনতে হবে। শিক্ষার পাশাপাশি তার অর্থনৈতিক মূল্যের ভিত্তিতে নিরাপদ কর্ম নিশ্চিত করতে হবে। তবেই সমাজ সংসারে নারীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। এর ব্যত্যয় হলে যুগ যুগ ধরে শোষিত নারীর চিত্রের ন্যায় অপরিবর্তিতরবে এবং নারী উন্নয়ন নারীর ক্ষমতায়নের নিয়ম নীতিমালা কেবল কাগজের ভাজা ভাজে রয়ে যাবে

বর্তমান প্রেক্ষাপটে নারীরা অধিক পরিমাণে নির্যাতন বৈষম্য এবং ভোগের শিকার হচ্ছে। আমাদের সমাজের পরিবারের অনেক নীতি নির্ধারক কর্তা ব্যক্তিরা নিয়ম নীতি বাস্তবায়ন পলিসি লেখেন, বাহিরে সভা মঞ্চে নারী স্বাধীনতা ও নারী জাগরণের কথা বলে বাহবা নেন। কিন্তু এই মহান কর্তা ব্যক্তিরাই তাদের ব্যক্তি জীবনে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে নারীকে শাসন শোষণ করতে পছন্দ করেন ভালোবাসেন। এর ফলে নারী শিক্ষা সচেতনতা বৃদ্ধি পেলেও নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা ব্যাহত হচ্ছে। শিক্ষা ও সচেতনতা পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নারী উন্নয়ন ও ক্ষমতায়নের অন্যতম শর্ত।

সর্বোপরি নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়নে নারীর অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা একটি জীবনমুখী ইতিবাচক মূল্যবোধ। যে মূল্যবোধ দৃষ্টিভঙ্গি থাকবে সমাজের কুসংস্কার ও ধর্মীয় প্রভাব মুক্ত। তাই নারী উন্নয়ন ও সমাজের সার্বিক উন্নয়নের জন্য নারী আন্দোলন শুধুমাত্র নারী সচেতনতা নয়, প্রয়োজনে সমাজের সকল স্তরের মানুষের সম্মলিত আন্দোলন, গণসচেতনতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের আমুল পরিবর্তন আনতে হবে। তবেই প্রতিষ্ঠিত হবে নারী অধিকার, নারী ক্ষমতায়নের মাধ্যমে স্থায়িত্বশীল উন্নত সমাজ ও জাতি।

এ বিভাগের আরো খবর