বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গর্জে উঠুক বাংলাদেশ, জেগে উঠুক বাংলাদেশ

  •    
  • ৯ অক্টোবর, ২০২৩ ২৩:৩০

ইংল্যান্ডের বিপক্ষে স্পিন শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করবেন দলের নেতৃত্বে থাকা সাকিব আল হাসান। অবশ্য পেস বোলিং ইউনিটেও আস্থা রয়েছে। তবে উইকেট বিবেচনায় বোলিং অ্যাটাকে রদবদল হতে পারে।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এটা নিশ্চিত যে, এ ম্যাচে ইংলিশদের বিপক্ষে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে টাইগারদের। তবে প্রথম ম্যাচে আফগানিস্তানকে যেভাবে হেসেখেলে উড়িয়ে দিয়েছে সাকিব বাহিনী, ওই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ইংল্যান্ডের বিপক্ষেও সফল হতে চাইবে তারা।

এবার ভিন্ন পরিকল্পনা নিয়েই মাঠে নামবেন টাইগাররা। জয়ের জন্য যা যা করণীয়, সম্ভাব্য সব কিছুই করবেন লাল-সবুজের জার্সিধারীরা।

ধর্মশালায় গত ম্যাচের ভেন্যুতেই মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচটি শুরু হবে। এ ম্যাচের চলতি ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।

হাজারো ঝড়ঝঞ্ঝার পরও আফগানদের বিপক্ষে দাপুটে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগারদের।

পেসার শরিফুল ইসলাম জানিয়েছেন, ইংল্যান্ড ম্যাচে ভিন্ন কৌশল নিয়ে মাঠে নামবে দল।

প্রথম ম্যাচে পাঁচ স্পেশালিস্ট বোলার নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ষষ্ঠ বোলিং অপশন হিসেবে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এ কৌশলে পরিবর্তন আসতে পারে। কেননা ধর্মশালার উইকেটে প্রথম দিকে পেসাররা সুবিধা করতে পারেননি। স্পিনাররাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

ইংল্যান্ডের বিপক্ষে স্পিন শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করবেন দলের নেতৃত্বে থাকা সাকিব আল হাসান। অবশ্য পেস বোলিং ইউনিটেও আস্থা রয়েছে। তবে উইকেট বিবেচনায় বোলিং অ্যাটাকে রদবদল হতে পারে। কৌশলের ভিন্নতার কারণে একজন বাড়তি স্পিনার হয়তো খেলানো হতে পারে।

সাম্প্রতিক সময়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বোলাররাই। ইংল্যান্ডের বিপক্ষেও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন তারা। আর সেদিকেই তাকিয়ে গর্জে ওঠার অপেক্ষায় ১৬ কোটি টাইগারভক্ত।

এবারের বিশ্বকাপে খেলছেন না দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তার অনুপস্থিতিতে উদ্বোধনী জুটি নিয়ে যে সমস্যা, সেটির সমাধান এখনও হয়নি। লিটন দাস ফর্মে নেই। টানা বেশ কয়েকটি ম্যাচে রানখরায় ভুগছেন এই ওপেনার। বিষয়টি নতুন করে আবারও ভাবাচ্ছে দলকে। তার সঙ্গে নবীন তানজিদ হাসান তামিমও নিজেকে প্রমাণ করতে পারছেন না। ফলে উদ্বোধনী জুটি নিয়ে অস্বস্তিতেই রয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ভালো ফল পেতে ওপেনারদের জ্বলে ওঠার বিকল্প নেই।

অবশ্য টপ অর্ডারে এখন ‘ইনফর্ম’ ব্যাটার নাজমুল হাসান শান্ত বড় ভরসার জায়গা। টপ অর্ডারে বারবার প্রমাণ করে যাওয়া মেহেদী হাসান মিরাজের ব্যাটও আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

তবে বাংলাদেশের বড় শক্তির জায়গা মিডল অর্ডার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় বড় ভূমিকা রাখতে পারেন। মাহমুদউল্লাহর প্রতিও আস্থা রাখা যায়। এই অভিজ্ঞ অলরাউন্ডারকে খেলালে বোলিংয়েও অপশন বেড়ে যায়। তবে প্রতিপক্ষ বিবেচনায় শেষ পর্যন্ত তাকে একাদশে রাখা হবে কি না- সেটি দেখার বিষয়।

ইংল্যান্ড ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা সেমিফাইনালের যে লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ, সেক্ষেত্রে ইংল্যান্ডের মতো দলকে হারাতে পারলে এ লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাবে সাকিবরা। এতে আত্মবিশ্বাসও বহুগুণে বেড়ে যাবে টাইগারদের। তাই জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে সহজেই হার মেনেছে ইংল্যান্ড। এ হার বিশ্বকাপের শুরুতেই ব্যাকফুটে ঠেলে দিয়েছে তাদের। তাই যেভাবেই হোক, বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন জস বাটলাররা। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন তাদের। বাংলাদেশকে হারিয়ে জয়ে ফিরতে চাইবেন তারা।

এরই মধ্যে বাটলার জানিয়ে দিয়েছেন, ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রয়েছে তাদের।

ব্যাটিং-বোলিং- দুই বিভাগেই শক্তিশালী ইংল্যান্ড। তাদের ব্যাটিংয়ে যেমন গভীরতা রয়েছে, তেমনি বোলিংয়েও যথেষ্ঠ বৈচিত্রময় দলটি। বিশেষ করে বেশ কিছু কার্যকরি অলরাউন্ডার থাকায় ‘গেম প্ল্যান’ নির্ধারণে ইংলিশদের অপশন অনেক। বিধ্বংসী পেস অ্যাটাকের সঙ্গে স্পিনেও পিছিয়ে নেই ইংলিশরা। সব মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বড় পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে।

তবে ইংল্যান্ড বাধা পেরিয়ে নিজেদের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ, এ প্রত্যাশায় দেশের কোটি মানুষ।

এ বিভাগের আরো খবর