কাজল দিলে চোখের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। তাই কাজল সব বয়সী নারীর পছন্দ। আমরা বাজার থেকে কাজল কিনে ব্যবহার করি। তবে চাইলেই কিন্তু সেই কাজল ঘরে বসেই বানিয়ে নেয়া সম্ভব। তার জন্য যেসব জিনিস দরকার হবে সেগুলো হলো...
একটি প্রদীপদুটি ছোট স্টিলের গ্লাসএকটি মাঝারি আকারের স্টিলের প্লেটকয়েকটি কাঠবাদামকয়েক ফোঁটা কাঠবাদামের তেলকাজল রাখার জন্য ছোট্ট কৌটা
কাঠবাদাম পদ্ধতিপ্রদীপটা ঘি দিয়ে জ্বালিয়ে নিন।প্রদীপের দুই পাশে স্টিলের গ্লাস দুটো রাখুন। তার ওপর প্লেটটা বসিয়ে দিন।এমনভাবে প্লেটটি বসাতে হবে যেন তার নিচে প্রদীপের শিখাটি স্পর্শ করে।যেখানে শিখা স্পর্শ করছে, ঠিক তার ওপরে একটি কাঠবাদাম রাখুন।বাদামের প্রতিটি পিঠ প্রদীপের তাপে পোড়ান। পুড়ে ছাই করে ফেলুন। সব বাদাম এইভাবে পুড়িয়ে ছাই বানিয়ে নিন।ছাইগুলো পাত্রে সংগ্রহ করে নিয়ে কয়েক ফোঁটা কাঠবাদামের তেল মিশিয়ে নিলেই তৈরি আপনার কাজল।পরার সময় আপনার পুরোনো কাজল পেনসিলের ডগার সাহায্য নিন।
ক্যাস্টর অয়েল পদ্ধত্তিআগের মতোই প্রদীপের দুই পাশে দুইটি গ্লাস বসিয়ে উপরে প্লেট রাখুন। এবার কাঠবাদাম লাগবে না। প্লেটে ভালো করে ক্যাস্টর অয়েল মাখিয়ে নিন। আধ ঘণ্টা ধরে প্লেট গরম করলে প্লেটের নিচে কালি পড়বে। সেটাই সংগ্রহ করে কাজল হিসেবে ব্যবহার করুন।
ঘি পদ্ধত্তিআগের মতোই প্রদীপের দুই পাশে গ্লাস দুটি বসিয়ে উপরে প্লেট রাখুন। প্লেটে ভালো করে ঘি মাখিয়ে নিন। আগের মতো আধ ঘণ্টা ধরে প্লেট গরম করলে প্লেটের নিচে কালি পড়বে। এটাই আপনার ঘিয়ের কাজল। ঘিয়ের কাজল আপনার চোখ দুটিকেও শীতল রাখতে সক্ষম।