গবেষকরা জানিয়েছেন, টয়লেটের সিটে যে পরিমাণ জীবাণু থাকে, তার চেয়ে ১০ গুণ বেশি জীবাণু থাকে আমাদের মোবাইল ফোনে। এই জীবাণুর মাধ্যমে আক্রান্ত হতে পারেন যে কেউ। তাই নিয়ম করে আমাদের মোবাইল ফোন পরিষ্কার করা উচিত।
চলুন জেনে নিই কীভাবে মোবাইল ফোন পরিষ্কার করবেন।
আপনার মোবাইল ফোনটি ওয়াটারপ্রুফ কি না সেটা আগে জেনে নিন। যদি ওয়াটার প্রুফ হয় তাহলে পানি ব্যবহার করতে পারবেন। না হলে ভেজা কাপড় কিংবা ওয়েট টিস্যু ব্যবহার করতে হবে।
ফোনের সঙ্গে চার্জার, ডাটা কেব্ল অথবা অন্য কোনো কিছু লাগানো থাকলে প্রথমেই সেটা খুলে নিন। কভার লাগানো থাকলে সেটাও খুলে নিতে হবে। এবার মোবাইল ফোনটি বন্ধ করুন।
ক্ষার নেই এমন সাবান নিন। সেটার সঙ্গে প্রয়োজনমতো পানি মিশিয়ে লিকুইড তৈরি করুন। লিকুইডে এক টুকরা নরম মসৃণ কাপড় ভিজিয়ে নিন। কাপড় নিংড়ে অতিরিক্ত পানি ঝরিয়ে ফেলুন।
ভেজা কাপড় দিয়ে ফোনের ওপর, নিচ ও পাশের অংশ মুছুন। কোনো জায়গায় ময়লা শক্তভাবে লেগে থাকলে হালকাভাবে বারবার ঘষুন। ফোনকে সরাসরি সাবান-পানির মিশ্রণে ডোবাবেন না।
সিমকার্ড হোল্ডারটা ফোন থেকে বের করুন। সিম খুলে সিমের ওপর-নিচটা হালকা করে মুছুন।
সাবান-পানির মিশ্রণে কটনবাড ডুবিয়ে নিন। আঙুল দিয়ে চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে ফেলুন। সিমকার্ডের ট্রে কটনবাড দিয়ে সাবধানে পরিষ্কার করুন। প্রয়োজনে টুথপিক দিয়ে সিমকার্ড ঢোকানোর স্থানের ময়লা বের করতে পারেন।
শুকনো কাপড় দিয়ে সিমকার্ডের ট্রে মুছে নিন। সেটাকে ফোনে ঢুকিয়ে মোবাইল ফোনটি চালু করুন।