কোরবানির পর পরিচ্ছন্নতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পশু জবাই দেবার পর রক্ত এবং অন্যান্য বর্জ্য ঠিকভাবে পরিষ্কার না করলে রোগজীবাণু বাসা বাঁধে। বৃদ্ধ, অসুস্থ এবং শিশুরা সেই জীবাণুর শিকার হতে পারে। এ ছাড়া পড়ে থাকা রক্ত, মাংসের টুকরা থেকে দুর্গন্ধ তৈরি হয়। তাই কোরবানির পর জায়গাটা কীভাবে পরিষ্কার করবেন জেনে নিন।
ক. যেখানে কোরবানি দেয়া হয়েছে, সেখানে প্রচুর পরিমাণ পানি ঢালুন। এ সময় ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন। পানিতে অ্যান্টিসেপটিক লিকুয়েড যেমন ডেটল, স্যাভলন মিশিয়ে নিতে পারলে ভালো।
খ. পানি দিয়ে পরিষ্কার করার পর জায়গাটিতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন। ব্লিচিং পাউডার জীবাণুর আনাগোনা ঠেকাবে।
গ. পশুর মলমূত্র, উচ্ছিষ্টাংশ, আবর্জনা ড্রেনে না ফেলে গর্ত করে মাটিচাপা দিন। সেটা সম্ভব না হলে ভালো করে পলিব্যাগে মুড়ে ডাস্টবিনে ফেলুন।
ঘ. যে হোগলা অথবা পলিথিনে রেখে মাংস কাটা হয়েছে, সেটিও মাটিচাপা দিন। সম্ভব না হলে একইভাবে পলিব্যাগে মুড়িয়ে ডাস্টবিনে ফেলুন। পুনরায় ব্যবহার করতে চাইলে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিন এবং ২৪ ঘণ্টা রোদে শুকান।