বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনাকালে হাতের যত্ন নেবেন যেভাবে

  •    
  • ২০ জুলাই, ২০২১ ১৬:৩৩

প্রতিবার হাত ধোয়া অথবা স্যানিটাইজ করার পরই ময়েশ্চরাইজার লাগিয়ে নিন। এই সময়ে পাতলা বডি লোশন একেবারেই চলবে না, ঘন ক্রিম ব্যবহার করুন।

সারা দিন আমাদের হাত দুটোকেই সবচেয়ে বেশি ঝড়ঝাপটা সইতে হয়। তার ওপর আছে বারবার হাত ধোয়ার নির্দেশ। সেই সঙ্গে স্যানিটাইজারও ব্যবহার করতে হচ্ছে।

সাবানের ক্ষার আর স্যানিটাইজারের অ্যালকোহল, দুটোই হাতের কোমলতা কেড়ে নেয়। ত্বক হয়ে পড়ে রুক্ষ। আর কে না জানে যে, রুক্ষ ত্বকেই তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে। তাই আমাদের সাবধান হতে হবে প্রথম থেকেই।

বাড়িতে হাঁড়িপাতিল ধোয়া আর কাপড় কাচার জন্য এমন সাবান ব্যবহার করুন যা হাতে কোমলতা নষ্ট করবে না। যে হ্যান্ডওয়াশ ব্যবহার করছেন, সেটিও ত্বকের জন্য কোমল হওয়া চাই।

বারবার সাবান ব্যবহারের চেয়ে চেষ্টা করুন যাতে সাবানের সব কাজ একবারেই সেরে ফেলা যায়।

কাজ শেষে হাত ধুয়ে ভালো কোনো ক্রিম লাগিয়ে নিন। শুধু অ্যান্টি-এজিং বা অতি সুগন্ধি ক্রিম লাগালেই চলবে না। হাত অল্প ভিজে থাকতেই পেট্রোলিয়াম জেলি আর নারকেল তেলের মিশ্রণ লাগাতে পারেন।

প্রতিবার হাত ধোয়া অথবা স্যানিটাইজ করার পরই ময়েশ্চরাইজার লাগিয়ে নিন। এই সময়ে পাতলা বডি লোশন একেবারেই চলবে না, ঘন ক্রিম ব্যবহার করুন।

মনে রাখবেন, শুধু হাত নয়, আপনার নখও কিন্তু অতিরিক্ত সাবানের কারণে রুক্ষ হয়ে পড়ছে।

তাই রাতে শোয়ার আগে নখেও কাঠবাদামের তেল অথবা নারকেল তেল লাগান।

এ বিভাগের আরো খবর