বর্ষা শুরু হওয়ার পর থেকেই মশারাও আক্রমণ শুরু করেছে। ডেঙ্গু আর চিকুনগুনিয়া ছড়াচ্ছে চারদিকে। এ রকম পরিস্থিতিতে মশার হাত থেকে বাঁচতে নিজেই বানিয়ে নিতে পারেন বিশেষ ধরনের তেল। এগুলো শরীরে লাগিয়ে নিলে মশা আপনার কাছে আসতে সাহস পাবে না।
লেমন ইউক্যালিপটাস তেল১০ এমএল লেমন ইউক্যালিপটাস তেলের সঙ্গে ৯০ এমএল নারকেল তেল মিশিয়ে নিন। এবার তেলটা থেকে দারুণ একটা ঘ্রাণ পাবেন। শরীরের খোলা অংশে তেলটা লাগিয়ে নিলে মশা আশপাশে ভিড়বে না।
ল্যাভেন্ডার তেলআগের মতো ৯০ এমএল নারকেল তেল অথবা অলিভ অয়েলের সঙ্গে ১০ এমএল ল্যাভেন্ডার তেল মিশিয়ে নিন। তাতে খানিকটা অ্যাপেল সাইডার ভিনিগার মেশান। মিশ্রণটা শরীরের উন্মুক্ত স্থানে লাগালে মশার হাত থেকে মুক্তি পাবেন।
সিট্রোনেলা তেলঅর্ধেক পানি আর অর্ধেক আপেল সাইডার ভিনিগারের মিশ্রণে কয়েক ফোঁটা সিট্রোনেলা তেল মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। তৈরি হয়ে গেল সিনেট্রানেলা তেল। যখন খুশি তখন তেলটা ব্যবহার করুন। মশা ঝামেলা করবে না।চা-গাছের তেলচা-গাছের তেলের সঙ্গে নারকেল তেলের মিশ্রণ মশকনিরোধক হিসেবে খুব কাজের। ১০ এমএল চা গাছের তেলের সঙ্গে ৯০ এমএল নারকেল তেল মেশান। মশার বিরুদ্ধে নিশ্চিন্তে ব্যবহার করুন।