নানা কারণে আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে। অপর্যাপ্ত ঘুম, দুশ্চিন্তা, বাজে খাদ্যাভ্যাস ইত্যাদি কারণ তার মধ্যে অন্যতম। বয়স বাড়লে কোনো কারণ ছাড়াই পড়তে পারে কালো দাগ।
চিন্তার কিছু নেই, আপনার রান্নাঘরে থাকা এটা-সেটা ব্যবহার করে ডার্ক সার্কেল দূর করার প্যাক বানাতে পারবেন সহজেই।
কফি প্যাক
এক চা-চামচ কফিবীজ নিন। ব্লেন্ডারে গুঁড়ো করে তাতে সামান্য কোকো পাউডার যোগ করুন। উপাদান দুটোকে ভালোভাবে নাড়ুন। মিশ্রণটাতে সামান্য মধু যোগ করে মাখিয়ে নিন। তৈরি হয়ে গেল আপনার কফি প্যাক।
চোখের নিচসহ পুরো মুখে প্যাকটা মেখে নিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কফি প্যাক দিনে একবার ব্যবহার করলে ডার্ক সার্কেল থেকে মুক্তি পাবেন।
হলুদ প্যাক
ব্লেন্ডারে কাঁচা হলুদ ব্লেন্ড করে নিন। তার মধ্যে সামান্য নারকেল আর কাঠবাদামের তেল মেশান। থকথকে ঘন প্যাক তৈরি হলে চোখের নিচে ও পুরো মুখে লাগিয়ে শুকানোর জন্য অপেক্ষা করুন।
শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে প্যাকটা তুলে ফেলুন। ডার্ক সার্কেল না যাওয়া পর্যন্ত দিনে একবার হলুদ প্যাক ব্যবহার করুন। ডার্ক সার্কেল চলে যাবার পর সপ্তাহে দুই দিন ব্যবহার করলেই চলবে।
দই প্যাক
দইয়ে আছে আলফা হাইড্রক্সি অ্যাসিড। এটা নতুন কোষ জন্মানোর হার দুই থেকে তিন গুণ বাড়িয়ে দেয়। তাই দই প্যাক ডার্ক সার্কেলের জন্য দারুণ উপকারী।
দই, মধু আর কয়েক ফোঁটা গোলাপজল একটা বাটিতে নিয়ে চামচ দিয়ে নাড়ুন। মিশ্রণটা চোখের নিচে এবং মুখে লাগান। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে নিন।
শসার প্যাক
তাজা শসা সংগ্রহ করুন। খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তার মধ্যে সামান্য দই মিশিয়ে মাখান। ফ্রিজে রেখে প্যাকটা ঠান্ডা করে নিন। প্রতিদিন বিকেলে প্যাকটা চোখের নিচে লাগালে ডার্ক সার্কেল উধাও হবেই।
গাজরের প্যাক
গাজরে প্রচুর ভিটামিন এ ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে। বলিরেখা ও কালো দাগের বিরুদ্ধে এগুলো চমৎকার কাজ করে। তাই নিয়মিত গাজর খান। পাশাপাশি প্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন।
গাজর সেদ্ধ করে নিন। সেটাকে ব্লেন্ড করুন। তার মধ্যে মধু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আপনার গাজরের প্যাক। মিশ্রণটা চোখের নিচে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।