নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় এই প্ল্যাটফর্মের গ্রুপের মেসেজ পছন্দ না হলে অ্যাডমিনরাই মুছে ফেলতে পারবেন। এমন একটি ফিচার খুব শিগগির উন্মোচন করবে হোয়াটসঅ্যাপ।
বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, এমন মেসেজ মুছে ফেলা হলে যার মেসেজটি অ্যাডমিন মুছে দেবেন তার কাছে একটি নোটিফিকেশন যাবে। গ্রুপের সেই সদস্যকে তখন নোটিফিকেশনে জানিয়ে দেয়া হবে কোন অ্যাডমিন তার মেসেজটি মুছে দিয়েছে।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়াবেটাইনফো এক টুইটে জানায়, আপনি যদি কোনো গ্রুপের অ্যাডমিন হোন তাহলে সেই গ্রুপের যে কোনো মেসেজ আপনি ডিলিট করে দিতে পারবেন। ফিচারটি অল্প কিছুদিনের মধ্যেই অ্যান্ড্রয়েড সংস্করণে পাওয়া যাবে।
টুইটে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার একটি স্ক্রিনশটও শেয়ার করেছে।
ফিচারটি একবার উন্মোচন হয়ে গেলে কোনো গ্রুপে অযাচিত এবং আপত্তিকর যে কোনো মেসেজ খুব সহজেই অ্যাডমিনরা নিয়ন্ত্রণ করতে পারবেন।
সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ তাদের ডেস্কটপ ও ওয়েব সংস্করণে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করতে যাচ্ছে।
অল্প সময়ের মধ্যেই এই হালনাগাদ সংস্করণটি পাওয়া যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এখন মোবাইল সংস্করণে টু-স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি চালু রয়েছে। যেখানে নির্ধারিত মোবাইল নম্বরে একটি পিন কোড পাঠানো হয়, সেটা দিয়ে লগইন করতে হয় ব্যবহারকারীদের।