কনটেন্টের জন্য মিডিয়া মুঘল রুপার্ট মারডকের প্রতিষ্ঠান নিউজ করপোরেশন অস্ট্রেলিয়াকে অর্থ দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
সংবাদভিত্তিক কনটেন্টের জন্য প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে অর্থ প্রদানের বাধ্যবাধকতা রেখে অস্ট্রেলিয়ায় একটি আইন পাস হওয়ার কয়েক সপ্তাহ পর এমন চুক্তি হলো।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, অস্ট্রেলিয়ায় তিন বছরের জন্য হওয়া এই চুক্তির আর্থিক মূল্য কত, তা জানায়নি নিউজ করপোরেশন।
এর আগে গত মাসে গুগলের সঙ্গে আন্তর্জাতিক একটি চুক্তি করেছিল সংবাদবিষয়ক প্রতিষ্ঠানগুলোর গ্রুপ নিউজ করপোরেশন অস্ট্রেলিয়া।
রুপার্ট মারডকের গণমাধ্যম সাম্রাজ্যের শুরু অস্ট্রেলিয়ার সংবাদপত্রগুলো দিয়ে।
ফেসবুকের সঙ্গে হওয়া চুক্তির আওতায় রয়েছে অস্ট্রেলিয়ায় নিউজ করপোরেশনের আওতাধীন সব কনটেন্ট। ফলে এ থেকে বিপুল পরিমাণ অর্থ পাবেন মিডিয়া মুঘল।
অস্ট্রেলিয়ার সংবাদপত্রের সার্কুলেশনের ৭০ শতাংশই নিউজ করপোরেশনের নিয়ন্ত্রণে। এ গ্রুপের মালিকানাধীন সংবাদপত্র ও অনলাইন সংবাদমাধ্যমগুলোর মধ্যে রয়েছে দ্য অস্ট্রেলিয়ান, দ্য ডেইলি টেলিগ্রাফ, দ্য হেরাল্ড সান, নিউজ ডটকম ডট এইউ।
এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক রক্ষণশীল সংবাদমাধ্যম ফক্স নিউজের আদলে প্রতিষ্ঠিত টেলিভিশন চ্যানেল স্কাই নিউজ অস্ট্রেলিয়ার মালিকানাও মারডকের প্রতিষ্ঠানের।
ফেসবুকে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি সংবাদ শেয়ার হয় স্কাই নিউজের।
অস্ট্রেলিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সংবাদক্ষেত্রগুলোর জন্য ফেসবুকের সঙ্গে আলাদা একটি চুক্তি আছে নিউজ করপোরেশনের।