বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শুধু আইন দিয়ে নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়

  •    
  • ৭ মার্চ, ২০২১ ০১:৪২

ব্যারিস্টার মিতি সানজানা বলেন, ‘সমাজ সচেতন হলে হয়তো নারীদের প্রতি অত্যাচারটা কমে আসবে। কিন্তু নারী যতক্ষণ পর্যন্ত নিজে সচেতন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে একটা অমর্যাদাকর অবস্থার মধ্যে আছে, যা নিয়ে সে সামনে এগুতে পারবে না।’

নিজেরা সচেতন না হলে কেবল প্রচলিত আইন ও নীতিমালা দিয়ে নারী অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

আইনি পরামর্শ ও সহায়তা নিয়ে নিউজবাংলার সাপ্তাহিক আয়োজন ‘আমার আইন, আমার অধিকার’ অনুষ্ঠানে এ অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা।

শবনম ফারিয়ার সঞ্চালনায় শনিবারের আলোচনায় ছিলেন আইনজীবী মিতি সানজানা ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মেহেরবা সাবরীন।

তারা নারীর অধিকার প্রতিষ্ঠায় ও নারীর প্রতি বৈষম্য দূরীকরণে প্রচলিত বিভিন্ন আইন ও সেগুলোর প্রায়োগিক দিক নিয়ে কথা বলেন এবং এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এই আলোচনা হয়।

পদ্মা ব্যাংকের সৌজন্যে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয় নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

ব্যারিস্টার মিতি সানজানা বলেন, ‘সমাজ সচেতন হলে হয়তো নারীদের প্রতি অত্যাচারটা কমে আসবে। কিন্তু নারী যতক্ষণ পর্যন্ত নিজে সচেতন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে একটা অমর্যাদাকর অবস্থার মধ্যে আছে, যা নিয়ে সে সামনে এগুতে পারবে না।’

মেহেরবা সাবরীন মনে করেন, নারীর নিজের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির ক্ষেত্রে তার ‘সোশ্যাল কন্ডিশনিং’ একটা বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, ‘সোশ্যাল কন্ডিশনিং এর ব্যাপারটা আমাদের নারীদের মধ্যে খুব ছোটবেলা থেকে রয়ে যায়। আবার সেই শিক্ষাটা থেকে আমাদের বের হয়েও আসতে হয়। সহজ কথায় যাকে বলা যায় আনলার্নিং সামথিং।’

সাবরীন বলেন, ‘এভাবে নিজের ভয়, নিজের ইনফিরিওরিটি কমপ্লেক্স- এগুলো আনলার্ন করার বার্তাটা সবার কাছে পৌঁছে দেয়াটা জরুরি।’

মিতি সানজানা আরও বলেন, ‘অনেক ক্ষেত্রে নারীরা আইনের আশ্রয় নিতে চান না। এটাকে ঝামেলা মনে করেন। অর্থনৈতিকভাবে পরনির্ভরশীলতা ও বিচারকাজে দীর্ঘসূত্রতা এর বড় কারণ।’

প্রশাসন কিংবা আইনপ্রয়োগকারী সংস্থাও অনেক ক্ষেত্রে নারীবান্ধব নয় মন্তব্য করে তিনি বলেন, ‘যে কারণে আদালতের অচেনা পরিসরে একজন নারীর পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়াটা কঠিন হয়ে পড়ে।’

নাগরিকের আইনি অধিকার ও সুরক্ষা নিয়ে প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নিউজবাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে ‘আমার আইন, আমার অধিকার’।

অনুষ্ঠান চলাকালে ০১৯৫৮০৫৬৬৬৮ নম্বরে সরাসরি ফোন করতে পারছেন দর্শকরা। এ ছাড়াও যে কোনো সময় ফোন করে সমস্যা জানাতে পারবেন ভুক্তভোগীরা।

নিউজবাংলার ফেসবুক পেজ www.facebook.com/nwsbn24 এবং ই-মেইল amarainamarodhikar@gmail.com-এ মেসেজ পাঠানোরও সুযোগ রয়েছে।

আইনি সুবিধাবঞ্চিত আর্থিকভাবে অসহায় ভুক্তভোগীরা এই অনুষ্ঠানে যুক্ত হয়ে আইনি সহায়তা চাইলে তাদের পাশে দাঁড়াবে নিউজবাংলার ‘আমার আইন, আমার অধিকার’।

আরও পড়ুন: ‘আমার আইন, আমার অধিকার’-এ এবার ‘নারীর অধিকার প্রতিষ্ঠায় আইন’

এ বিভাগের আরো খবর