বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকিস্তানি তরুণীর ভিডিও ভারতেও ভাইরাল

  •    
  • ৩ মার্চ, ২০২১ ১২:১৮

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা মাইক্রোব্লগিং সাইট ‍টুইটার খুললেই দেখা যাবে তরুণীর সংলাপের আদলে তৈরি শ শ ভিডিও। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরও কেড়েছে এটি।

পার্টিকে মুখ ফসকে বলে ফেলেছিলেন ‘পাওরি’। সেই শব্দটির কারণেই ভাইরাল হয়ে গেছে পাঁচ সেকেন্ডের ভিডিও। পাকিস্তানি তরুণীর ধারণ করা ভিডিওটি এতই জনপ্রিয় হয়েছে যে, এ নিয়ে প্রতিবেশী দেশ ভারতেও চলছে তুমুল আলোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা মাইক্রোব্লগিং সাইট ‍টুইটার খুললেই দেখা যাবে তরুণীর সংলাপের আদলে তৈরি শত শত ভিডিও। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরও কেড়েছে এটি।

আল জাজিরার প্রতিবেদন জানানো হয়, ১৯ বছরের ওই তরুণীর নাম দানানির মোবিন। রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের নিয়ে ভিডিওতে তিনি বলেছিলেন, ‘ইয়ে হামারি কার হ্যায়, অওর ইয়ে হাম হ্যায়, অওর ইয়ে হামারি পাওরি হোরাই হ্যায়!’

বাংলায় শব্দগুলোর অর্থ দাঁড়ায়, ‘এটি আমাদের গাড়ি, আর এ হলো আমরা বন্ধুরা, আর এই আমাদের পার্টি চলছে।’

তরুণীর বলা ‘পাওরি’ শব্দটি ভারতের বড় ব্র্যান্ডগুলো বিজ্ঞাপনে ব্যবহার করছে। দানানিরকে অনুকরণ করে ভিডিও বানাচ্ছেন বলিউড তারকারাও।

বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে দানানির জানিয়েছেন, তার ওই ছোট ভিডিওটি যে এত সাড়া ফেলবে সেটা তিনি কল্পনাও করেননি।

‘আমরা বেড়াতে গিয়ে মজা করছিলাম, গান শুনছিলাম। হঠাৎ কী মনে হলো, আমার ফোনটা বের করে ভিডিওটা বানালাম আর পোস্ট করলাম। বাকিটা ইতিহাস।‘বিশেষ করে বিশ্বে যখন এত উত্তেজনা আর বিভাজনের পরিবেশ। আমার হালকা মেজাজে বানানো ভিডিওটা সীমান্তের ওপারের মানুষ উপভোগ করছে জেনে খুব ভালো লাগছে।’গত ৬ ফেব্রুয়ারি বন্ধুদের সঙ্গে গাড়িতে করে বেড়াতে যাওয়ার ছোট ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন দানানির। ছোট্ট ওই ভিডিও তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দিয়েছে। ইনস্টাগ্রামে এরই মধ্যে সেই পোস্ট প্রায় ৫০ লাখ মানুষ দেখেছে।

হ্যাশট্যাগ ‘পাওরি হোরাই হ্যায়’ এখন শুধু পাকিস্তানে নয়, ভারতেও ট্রেন্ডিংয়ে থাকা বিষয়গুলোর শীর্ষে।

এ বিভাগের আরো খবর