বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেপারেশন ও তালাক এক নয়

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:২৩

ব্যারিস্টার মিতি সানজানা বলেন, ‘বাংলাদেশের আইনে সেপারেশনকে স্বীকৃতি দেয়া হয় না। এটা অপ্রাতিষ্ঠানিক একটি বিষয়। সম্পূর্ণ নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে স্বামী-স্ত্রী আলাদা থাকতে পারেন।’

সেপারেশন বা স্বামী-স্ত্রীর আলাদা থাকা এবং তালাক এক নয়। আইনি পরামর্শ ও সহায়তা নিয়ে নিউজবাংলার সাপ্তাহিক আয়োজন ‘আমার আইন, আমার অধিকার’ অনুষ্ঠানে বিষয়টি ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা।

ব্যারিস্টার ইসতিয়াক আব্দুল্লাহর সঞ্চালনায় শনিবারের আলোচনায় আইনজীবী মিতি সানজানা ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মেহেরবা সাবরীন তালাক নিয়ে আইনি বিধান-সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন।

ব্যারিস্টার মিতি সানজানা বলেন, বাংলাদেশের আইনে সেপারেশনকে স্বীকৃতি দেয়া হয় না। এটা অপ্রাতিষ্ঠানিক একটি বিষয়। সম্পূর্ণ নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে স্বামী-স্ত্রী আলাদা থাকতে পারেন।

অনুষ্ঠানে এক দর্শকের প্রশ্নের উত্তরে মিতি সানজানা বলেন, দেনমোহরের সঙ্গে তালাকের কোনো সম্পর্ক নেই। এটি বিয়ের সঙ্গে সম্পর্কিত একটি অধিকার। যেকোনো সময়েই একজন স্ত্রী তার স্বামীর কাছে এই টাকা চাইতে পারেন। সাধারণত তালাকের সময় এটি চাওয়ার কারণ হচ্ছে, সে সময় দুজনের মধ্যে একটি বিরোধ তৈরি হয়।

নারীর পক্ষ থেকেও যদি তালাক চাওয়া হয় তারপরেও এটি (দেনমোহর) থেকে তিনি বঞ্চিত হবেন না। স্বামীর পক্ষ থেকে এটি দিতে গড়িমসি করা হলে পারিবারিক আদালতে মামলা করে ক্লেইম করা যাবে।

বিয়ের ক্ষেত্রে নারীদের অধিকার সুরক্ষিত রাখতে কাবিননামাকে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবেও বর্ণনা করেন মিতি সানজানা। তিনি বলেন, কাবিননামায় যে শর্তগুলো থাকবে সেটাই অধিকার। কনে পক্ষকেই বেশি করে লক্ষ রাখতে হয় যাতে শর্তগুলো ঠিকমতো লেখা হয়।

অনুষ্ঠানে মেহেরবা সাবরীন বলেন, বিয়ের নিবন্ধন বাধ্যতামূলক। কারণ, এটি পরে একটি আইনি দলিলে পরিণত হয়। একইভাবে বিয়ে বিচ্ছেদের নিবন্ধনও বাধ্যতামূলক।

নাগরিকের আইনি অধিকার ও সুরক্ষা নিয়ে প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নিউজবাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে ‘আমার আইন, আমার অধিকার’।

অনুষ্ঠান চলাকালে ০১৯৫৮০৫৬৬৬৮ নম্বরে সরাসরি ফোন করতে পারছেন দর্শকরা। এ ছাড়াও যেকোনো সময় ফোন করে সমস্যা জানাতে পারবেন ভুক্তভোগীরা।

নিউজবাংলার ফেসবুক পেজ www.facebook.com/nwsbn24 এবং ই-মেইল amarainamarodhikar@gmail.com-এ মেসেজ পাঠানোরও সুযোগ রয়েছে।

এ বিভাগের আরো খবর