বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকটকের ব্ল্যাকআউট চ্যালেঞ্জে দমবন্ধ হয়ে মৃত্যু

  •    
  • ২৩ জানুয়ারি, ২০২১ ১৪:৩২

ব্ল্যাকআউট চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা গলায় বেল্ট পেঁচান। এরপর যতক্ষণ সম্ভব শ্বাস বন্ধ করে রাখেন তারা। পুরো সময়টা ভিডিওতে ধারণ করা হয়। চ্যালেঞ্জ হলো কে কতক্ষণ দম আটকে থাকতে পারে।

চীনভিত্তিক ভিডিও শেয়ারিং নেটওয়ার্ক টিকটকের একটি চ্যালেঞ্জে অংশ নিতে গিয়ে ইতালিতে দমবন্ধ হয়ে মারা গেছে ১০ বছরের এক মেয়ে। আর এর জের ধরে দেশটিতে অনিবন্ধিতদের টিকটক ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

শিশুটির পাঁচ বছরের ছোট বোন স্থানীয় সময় বুধবার বাথরুমে তাকে অচেতন অবস্থায় মোবাইল ফোন হাতে পড়ে থাকতে দেখে। পরে তাকে পালেরমো হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

মৃত্যুর আগে মেয়েটি টিকটকের ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ খেলছিল বলে দাবি তার ছোট বোনের।

ব্ল্যাকআউট চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা গলায় বেল্ট পেঁচান। এরপর যতক্ষণ সম্ভব শ্বাস বন্ধ করে রাখেন তারা। পুরো সময়টা মোবাইল ফোনের ভিডিওতে ধারণ করা হয়। চ্যালেঞ্জ হলো কে কতক্ষণ দম আটকে থাকতে পারে। এ ধরনের ফিচারের গেম নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্বেগ জানাচ্ছিলেন বিশেষজ্ঞরা।

মৃত শিশুটির অভিভাবক লা রিপাবলিকা পত্রিকাকে বলেন, ‘মৃত্যুর আগে বড় মেয়ে টিকটকের ব্ল্যাকআউট গেম খেলছিল বলে আমাদের ছোট মেয়ে জানায়। আমরা এ বিষয়ে কিছুই জানি না। নাচতে ও ভিডিও দেখতে টিকটক সে ব্যবহার করত বলে আমরা জানতাম।’

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য টিকটক সাময়িকভাবে বন্ধ করেছে ইতালি। পাশাপাশি এ ঘটনার তদন্তে নেমেছেন দেশটির প্রসিকিউটররা।

ইতালি সরকারের পক্ষ থেকে বলা হয়, ব্যবহারকারীদের বয়স নির্দিষ্টভাবে উল্লেখ না থাকলে টিকটক ব্যবহার করা যাবে না।

টিকটকের শর্ত অনুযায়ী, ব্যবহারকারীদের অবশ্যই কমপক্ষে ১৩ বছরের হতে হবে।

শুক্রবার টিকটকের পক্ষ থেকে বলা হয়, প্রাণঘাতী চ্যালেঞ্জে অংশ নিতে প্ররোচনা করার মতো কোনো ধরনের কনটেন্ট টিকটকে পাওয়া যায়নি। তবে ‘আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগ তদন্তে কর্তৃপক্ষকে সহযোগিতা করা হবে।

ইতালিয়ান ডাটা প্রটেকশন অথরিটি শুক্রবার এক বিবৃতিতে বলে, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টিকটক বন্ধ থাকবে। এর মধ্যে টিকটক কর্তৃপক্ষকে দেশের নিয়ন্ত্রক সংস্থার দাবি পূরণ করতে হবে।

এ বিভাগের আরো খবর