বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার আরেক লাস্যময়ীর ছবিতে পোপের লাভ রিঅ্যাক্ট

  •    
  • ২৪ ডিসেম্বর, ২০২০ ১৯:৫০

পোপের হার্ট সাইন পাওয়ার পর উচ্ছ্বসিত মার্গট ফক্স বলেছেন, 'আমার ছবিতে পোপ লাইক দেয়া মানেই আমার জন্য স্বর্গের দ্বার উন্মুক্ত।' 

ইন্সটাগ্রামে লাস্যময়ী স্বল্পবসনা মডেলের ছবিতে লাভ রিঅ্যাক্টের সাইন দিয়ে বড়দিনের ঠিক আগে ফের আলোচনায় পোপ ফ্রান্সিস। এবার তিনি মুগ্ধ হয়েছেন মডেল মার্গট ফক্সের ছবিতে, যার প্রমাণ ছবিতে পোপের হার্ট সাইন।

ইন্সটাগ্রামে কালো সাঁতারের পোশাকে ছবি পোস্ট করেছিলেন মার্গট। আর সেটিই দৃষ্টি কেড়েছে ভ্যাটিকান প্রধান পোপ ফ্রান্সিসের।

নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, পোপের হার্ট সাইন পাওয়ার পর মার্গটও দারুণ উচ্ছ্বাসিত।

'আমার ছবিতে পোপ লাইক দেয়া মানেই আমার জন্য স্বর্গের দ্বার উন্মুক্ত।'

এর আগে গত নভেম্বরে ব্রাজিলিয়ান মডেল নাতালিয়া গারিবোত্তোর ছবিতে লাইক দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন পোপ ফ্রান্সিস।

আরও পড়ুন: স্বল্প বসনার ছবিতে পোপের ‘লাইক’

স্কুলের পোশাক পরা মডেল নাতালিয়া গারিবোত্তোর ছবিটিতে কখন পোপের অ্যাকাউন্ট থেকে লাইক দেয়া হয়েছিল সেটি অবশ্য এখনও পরিষ্কার নয়।

বিষয়টি তদন্ত করে জানানোর কথা বললেও, পরে আর কিছুই জানায়নি ভ্যাটিকান সিটি। এবার মার্গটের ছবি নিয়েও তারা কোনো মন্তব্য করেনি।

পোপের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আছে ‘ফ্রান্সিসকাস’ নামে, বিশ্বজুড়ে এর ফলোয়ার ৭৪ লাখ।

ভ্যাটিকানের প্রেস অফিসের ঘনিষ্ঠ একাধিক সূত্র ক্যাথোলিক নিউজ অ্যাজেন্সিকে (সিএনএ) জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোপের অ্যাকাউন্টগুলো ‘কর্মীদের একটি দলের মাধ্যমে পরিচালিত হয়’।

এ বিভাগের আরো খবর