যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চললেও নিজেকে জয়ী ঘোষণা করে ফেসবুক ও টুইটারে পোস্ট দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্প।
আগাম জয়ের এ পোস্ট বাতিল না করলেও নির্বাচনের আনুষ্ঠানিক ফল পাওয়া যায়নি জানিয়ে এসব পোস্টের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় প্ল্যাটফর্ম দুটি।
যুক্তরাষ্ট্রে নির্বাচনি প্রচার শুরুর পর থেকেই প্রার্থীরা আগাম জয়ের ঘোষণা দিলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল টেক জায়ান্ট দুটি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে সেই কাজটিই করেন ট্রাম্প। আকস্মিক ব্রিফিংয়ে দেয়া বক্তব্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে নিজেকে জয়ী দাবি করেন তিনি।
হোয়াইট হাউজে দেয়া ওই বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমরা নির্বাচনে জিততে যাচ্ছি; আসলে আমরা জিতেই গেছি।’
ওই বক্তব্য দেয়ার আগে একই দাবি করে ফেসবুক ও টুইটারে পোস্ট দিয়েছিলেন ট্রাম্প।
টুইটার তার ওই পোস্টে ‘বিভ্রান্তিকর’ ট্যাগ লাগিয়ে দেয়। এ ছাড়া রিটুইটের অপশনও বন্ধ করে দেয়।
টেলিগ্রাফের সাংবাদিক জেমস টিটকম্ব জানান, টুইটটি করার ছয় মিনিটের মধ্যেই এতে লেবেল দেয়া হয়।
টুইটার জানিয়েছে, টুইটটি তাদের সিভিক ইন্টিগ্রিটি পলিসি লঙ্ঘন করেছে।
নির্বাচনি প্রচারের সময় ডাকযোগে পাওয়া ভোট গণনার বিরুদ্ধে ট্রাম্পের টুইটের ক্ষেত্রেও একই কাজ করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
ফেসবুকও ট্রাম্পের একই ধরনের দুটি পোস্টে লেবেল লাগিয়ে দিয়েছে।
ফেসবুকের সতর্কবার্তায় বলা হয়, ভোট গণনা এখনো চলছে। এ বার্তার সঙ্গে ভোটের তথ্য সেন্টারের লিঙ্কও দিয়ে দেয় প্ল্যাটফর্মটি।
ট্রাম্পের ‘বিশাল জয়’ লেখা একটি টুইটের ক্ষেত্রে অবশ্য কিছু করেনি টুইটার।
সামাজিক যোগাযোগ মাধ্যমটির মুখপাত্র জানান, এটি নির্দিষ্ট করে কার জয় তা বোঝায় না। এ কারণে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
ফেসবুক বিশদ এক বিবৃতিতে বলেছে, তারা শুধু সার্বিক জয়ের বিষয়ে আগাম ঘোষণার ক্ষেত্রেই সতর্কবার্তা দেয়ার মতো পদক্ষেপ নেবে। নির্দিষ্ট অঙ্গরাজ্যের ক্ষেত্রে এটি করা হবে না।
তবে ফ্লোরিডায় আগাম জয়ের বিষয়ে ট্রাম্পের প্রচার শিবিরের একটি টুইটেও লেবেল দেয় টুইটার।