বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অমরত্ব পাবেন সিইসি হুদা: রিজভী

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:২১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘গণতন্ত্রমনা বাংলাদেশিদের আত্মমর্যাদাকে ভূলুণ্ঠিত করেছেন কে এম নুরুল হুদা। বর্তমান নির্বাচন কমিশনের অনাচার-দুর্নীতি ও লুটপাটের তথ্য সব ভালোভাবেই সংরক্ষিত আছে। এদের অপকর্মের বিচার হবেই।’

বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে সম্পূর্ণ আওয়ামীবান্ধব উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সন্ত্রাসী কায়দায় নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিহাসে অমর হবেন তিনি।

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা। বলেন, ‘অভিনব সন্ত্রাসী কায়দায় ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠানের জন্য কে এম নুরুল হুদা ইতিহাসে অমর হয়ে থাকবেন।’

গত রোববার চতুর্থ দফায় ৫৫ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয়। এ দফায় আওয়ামী লীগের ৪৮ মেয়র প্রার্থীর বিপরীতে বিএনপি জয় পায় একটি পৌরসভায়। স্বতন্ত্র প্রার্থী জয় পায় চারটি পৌরসভায়। বাকিগুলোর মধ্যে দুটিতে ফলাফলের মীমাংসা হয়নি।

আগের তিন ধাপের মতো চতুর্থ ধাপের নির্বাচন নিয়েও অনিয়মের ফিরিস্তি তুলে ধরেন রিজভী। বলেন, ‘বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এতটই আওয়ামীবান্ধব যে, তিনি ঝড়- জলোচ্ছ্বাস-বন্যা-করোনা কোনো কিছুকেই গ্রাহ্য করেননি।’

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আপনারা জানেন, করোনার সময় যশোরের কেশবপুর পৌরসভার দুটি ওয়ার্ডকে “রেড জোন'' ঘোষণার পরেও সেখানে নির্বাচন করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের অনুকূলে একতরফা নির্বাচন অনুষ্ঠান করতে কে এম নুরুল হুদা অস্থির হয়ে পড়েন।

‘দুদিন আগেও মাদারীপুরের কালকিনিতে এক জনকে পিটিয়ে হত্যা এবং চট্টগ্রামের পটিয়ায় আরেক জনকে হত্যা ও চার জনকে আহত করার ঘটনা এটি আওয়ামী সহিংস নির্বাচনের ধারাবাহিকতার আরেকটি দৃষ্টান্ত।’

রিজভীর ভাষায়, ভোটারদের ভোটাধিকার কেড়ে নেয়ার অবিচারের কাহিনীর প্রধান খলনায়ক কে এম নুরুল হুদা সুষ্ঠু নির্বাচনকে লাশ বানিয়ে কফিনে পেরেক মেরে দিয়েছেন।

অবৈধ ক্ষমতাসীনদের স্বার্থসিদ্ধির জন্য অত্যন্ত নিপুণ হাতিয়ার হিসেবে কাজ করে যাচ্ছেন নির্বাচন ও সুষ্ঠু ভোটের শত্রু প্রধান নির্বাচন কমিশনার, তার খয়ের খাঁ কতিপয় নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনে ভিন্নমত দিয়ে বারবার আলোচনায় আসা কমিশনার মাহবুব তালুকদার সম্প্রতি জানান, দেশের যদি কোনো উপকার হয়, তাহলে তিনি যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে প্রস্তুত

নির্বাচন কমিশনের অবস্থানের বাইরে গিয়ে মাহবুব তালুকদার মনে করেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, সব পক্ষ সমান সুযোগ পাচ্ছে না।

এ ব্যাপারে রিজভীও একমত। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদার, যিনি সুষ্ঠু নির্বাচনের পক্ষে রয়েছেন তিনি বিবেক যন্ত্রণায় ভুগতে ভুগতে এখন পদত্যাগের কথা বলছেন। তিনি যথার্থই বলেছেন-নির্বাচনব্যবস্থা এখন গভীর খাদের কিনারে।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: নিউজবাংলা

‘গণতন্ত্রমনা বাংলাদেশিদের আত্মমর্যাদাকে ভূলুণ্ঠিত করেছেন কে এম নুরুল হুদা। বর্তমান নির্বাচন কমিশনের অনাচার-দুর্নীতি ও লুটপাটের তথ্য সব ভালোভাবেই সংরক্ষিত আছে। এদের অপকর্মের বিচার হবেই।’

সংবাদ সম্মেলনে স্বৈরতন্ত্র ও মাফিয়াতন্ত্রের পতনের দাবিতে এবং মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সরকারি অপচেষ্টার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

বুধবার বরিশাল বিভাগ বাদে ঢাকাসহ সারা দেশের মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এ ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির মেয়র প্রার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার বরিশাল মহানগরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো খবর