বরিশালের গৌরনদী উপজেলায় ককটেল উদ্ধার করতে গিয়ে বিস্ফোরণে দুই পুলিশসহ তিনজন আহত হয়েছেন।
গৌরনদী পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বড় কসবা হাওলাদার বাড়িতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন, কনস্টেবল মো. মিজান ও বাড়ির মালিক রাজু হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে খবর পাই বড় কসবা ইসলামিয়া মিশনের পেছনে একটি বাড়ির বাথরুমে পরিত্যক্ত অবস্থায় বাজারের ব্যাগে ককটেল সদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবহিত করেন বাড়ির মালিক। পুলিশ গিয়ে বাড়ির মালিককে বাজারের ব্যাগ বের করতে বলে আর ওই সময় ককটেল বিস্ফোরিত হয়।
‘এতে দুই পুলিশসহ বাড়ির মালিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
এসআই কামালকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলাম বলেন, ‘মাসুম হাওলাদারের ঘর থেকে ১৫ থেকে ২০ গজ দূরত্বে একটি বাথরুম রয়েছে। সকালে দেখতে পায় বাথরুমে তালা দেয়া। তখন প্রতিবেশী কেউ তালা দিয়েছে কি না জানতে চেয়ে তালা ভেঙে ফেলা হয়। পরে বাথরুমের মধ্যে একটি বাজারের ব্যাগ দেখতে পায়। ব্যাগে ককটেল সদৃশ বস্তু ছিল।’
পরিদর্শক মাজাহার বলেন, ‘ককটেল উদ্ধারের সময় বিস্ফোরিত হয়। এতে এসআই কামাল ও বাড়ির মালিক মাসুম স্প্রিন্টার বিদ্ধ হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন কনস্টেবল মিজান। বিকট শব্দে তিনজন কানে কম শুনতে পাচ্ছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
পরিদর্শক বলেন, এ ঘটনা তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।