কিশোরগঞ্জের ভৈরবে দড়ি চন্ডিবের বিলে ভাসছিলো অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ । খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
আজ সোমবার বেলা ১১ টায় পৌর শহরের ৯নং ওয়ার্ডের দড়ি চন্ডিবের এলাকার দক্ষিণপাড়ার একটি বিলে অজ্ঞাত পরিচয়ে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ভৈরব পৌর শহরের দড়ি চন্ডিবের দক্ষিণপাড়া এলাকার শামসু মিয়ার বাড়ির পিছনে বিলের পানি থেকে অজ্ঞাত পরিচয়ে একজনের মরদেহ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। পরে মরদেহটি সুরতাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার সময় বাড়ির পিছনের বিলে একজনের মরদেহ পানিতে ভেসে আছে দেখতে পাই। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মো.মুছা মিয়া বলেন, সকালে লোকমুখে শুনে এসে দেখি দড়ি চন্ডিবের বিলে একজনের মরদেহ ভাসছে। তবে যেভাবে পড়ে আছে তা দেখে চেনার কোন উপায় নেই। থানা প্রশাসন এসে উদ্ধার করলে তার পরিচয় জানা যাবে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, খবর পেয়ে দড়ি চন্ডিবের এলাকার শামসু মিয়ার বাড়ির পিছনে বিলের পানি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এসময় নিহতের গায়ে একটি জিন্স প্যান্ট পরিহিত ছিলো। তার প্যান্টের পকেটে থেকে একটি মুঠোফোন ও মানিব্যাগে থাকা কাতারের একটি পারমিট কার্ড পাওয়া যায়। পারমিট কার্ডে মানিক রিয়াদ নাম লিখা রয়েছে। এ বিষয়ে পুলিশের অনুসন্ধান টিম কাজ করছেন বলে তিনি জানান।