রাজধানীতে বৃহস্পতিবার মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এই কর্মসূচির ভেন্যু কোথায় হবে তা চূড়ান্ত হয়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গোলাপবাগ মাঠ বেছে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তবে দলীয় সূত্র জানিয়েছে, গোলাপবাগে সমাবেশ আয়োজনে রাজি নয় বিএনপি। সে ক্ষেত্রে কর্মসূচি একদিন পিছিয়ে শুক্রবার করার চিন্তাভাবনা করা হচ্ছে।
ভেন্যু সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে বুধবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপির নেতারা। বিএনপি মহাসচিব বিকেল সাড়ে ৪টায় সাংবাদিকদের ব্রিফ করার কথা থাকলেও তা হয়নি।
সবশেষ জানা গেছে, মির্জা ফখরুল রাত সাড়ে ৮টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বিষয়ে ব্রিফ করার কথা।
এদিকে বিকেল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা। একইসঙ্গে সেখানে সতর্ক অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ। ইতোমধ্যে সেখানে অবস্থান নিয়েছে রায়ট কার ও জলকামান।
এ অবস্থায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত অধিকাংশ নেতাই নয়াপল্টন ছেড়ে চলে গেছেন। উপস্থিত নেতাকর্মীরও কোনো ভিড় নেই নয়াপল্টনের সড়কে। পুরো এলাকায় পুলিশ সতর্ক অবস্থান নিয়ে আছে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে রায়ট কার ও জলকামান। ছবি: নিউজবাংলা।
সরেজমিনে দেখা গেছে, বুধবার বিকেল ৪টা থেকেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের গলিতে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। সে সময় কার্যালয়ের ভেতরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক চলছিল। অন্যদিকে কার্যালয়ের পাশে বাড়তে থাকে পুলিশের উপস্থিতি।
বৈঠক শেষে মহাসমাবেশের প্রস্তুতিসহ সার্বিক বিষয় নিয়ে বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন না করেই তিনি কার্যালয় ছেড়ে যান। রাতে গুলশানে এ বিষয়ে তিনি ব্রিফ করার কথা রয়েছে।
বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে নেতাকর্মী ও বিপুলসংখ্যক পুলিশ। ছবি: নিউজবাংলা
গোলাপবাগ মাঠে সমাবেশের পরামর্শ ডিএমপির
এদিকে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপিকে মহাসমাবেশ আয়োজনের পরামর্শ দিয়েছে ডিএমপি। বিষয়টি ফোনে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের জানানো হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বুধবার দুপুরে সংবাদমাধ্যমকে ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপিকে গোলাপবাগ মাঠ দেখতে যেতে বলা হয়েছে। যানজটের কারণে জনদুর্ভোগ বিবেচনায় নয়াপল্টনে এবং হাইকোর্টের অবজারভেশন থাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করা যাবে না।’
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বৃহস্পতিবার রাজধানী ঢাকায় মহাসমাবেশ করার কথা রয়েছে বিএনপির।
২২ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।