বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাদারীপুরকে ঢাকা বিভাগে রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • মাদারীপুর প্রতিনিধি   
  • ৫ অক্টোবর, ২০২৫ ১৮:৪২

‘ঢাকা বিভাগ ছাড়ব না অন্য বিভাগে যাবো না’- প্রতিপাদ্যে পালিত হয়েছে মাদারীপুরে এক পদযাত্রা, মানববন্ধন ও প্রতিবাদ সভা রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহন করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবি, সুশীল সমাজ, ছাত্র সংগঠন, মানবাধিকার ও সাংবাদিক সংগঠনের নেতাসহ সর্বস্তরের মানুষ। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান ফুকু, জেলা আইনজীবি সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মানবাধিকার সংস্থা, আসক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নেয়ামতুল্লাহ, বিশিষ্ট ক্রীড়াবিদ, কোচ ও মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের সভাপতি আমির বাবু, মানবাধিকার কর্মী মো. এনায়েত নান্নু সহ অন্যান্য প্রতিনিধি। এসময় মাদারীপুরে তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের মানুষকেও অংশগ্রহণ করতে দেখা যায়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মাদারীপুরের মানুষের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি-কালচার, ব্যবসা, বানিজ্য, যোগাযোগ, রাজনৈতিক ও সামাজিক প্রায় সকল কিছুই ঢাকার সাথে আত্মীকভাবে সম্পর্কিত। আমাদের ঢাকা বিভাগ স্বাধীনতার পর থেকেই ছিলো, আছে এবং থাকবে, আমরা এ বিভাগ ছেড়ে অন্য বিভাগে কোনো মতেই যেতে চাই না এবং যাবো না, প্রয়োজনে আমরা এজন্য বৃহৎ শান্তিপূর্ণ কর্মসূচি দেব, রক্ত দেব, জীবন দেব কিন্তু কোনো অবস্থাতেই ঢাকা বিভাগ ছাড়ব না। আমরা আজ মাদারীপুর জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে সরকারের কাছে এতদসংক্রান্ত স্মারকলিপি প্রদান করছি, যাতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের মাদারীপুরবাসীর আবেদন ও মনের কথা বুঝতে পারেন, আমাদের মূল্যায়ন করে মাদারীপুর জেলাকে ঢাকা বিভাগেই রাখেন। আর তা হলে আমরা মাদারীপুরবাসি ওই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশনসহ আরো বড়-বড় ধরণের কর্মসূচি দিতে বাধ্য হব। এ সময় জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার অন্যত্র থাকায় তার পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতেমা তন্বী।

এ বিভাগের আরো খবর