প্রতি বছর অক্টোবর মাসের প্রথম শুক্রবার বিশ্ব হাসি দিবস বা ওয়ার্ল্ড স্মাইল ডে পালন করা হয়। সারা বিশ্বে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়ে থাকে। বাংলাদেশে বিশ্ব হাসি দিবসের গোড়াপত্তন করে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৫ সাল থেকে বাংলাদেশ কমেডি ক্লাব ও তার অঙ্গ সংগঠনগুলো দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে নিয়মিত ভাবে পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে স্ট্যান্ড আপ কমেডি শো এর আয়োজন করা হয়। স্ট্যান্ড আপ কমেডি শো‘তে পারফর্মেন্স করেন আবু হেনা রনি, সাইফুর রহমান সাইফুল, শাওন মজুমদার, মেহেদী তরু, ফজলুল হক সাকি, তারেক মাহামুদ, এমদাদুল হক হৃদয়, হৃদয় আল মিরু, মিজানুর রহমান ঋজু ও শৈলী।
শো এর পূর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল ফটকের সম্মুখে স্ট্যান্ড আপ কমেডিয়ানরা মিলিত হয়ে বিশ্ব হাসি দিবসের প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে সকলকে বিশ্ব হাসি দিবসের শুভেচ্ছা জানান ও দিনটি উদযাপন করেন।